Affiliate Service

Showing posts with label spanish league. Show all posts
Showing posts with label spanish league. Show all posts

Tuesday, September 30, 2014

http://worldcup-24.blogspot.com/
 গেলো শনিবার গ্রানাডার বিপক্ষে লা লিগার ম্যাচে ক্যারিয়ারের ৪০০ তম গোল করে রেকর্ডের পাতায় আবারো ঠাঁই করে নিলেন বার্সেলোনা স্ট্রাইকার লিওনেল মেসি। এরমধ্যে ক্লাবের হয়ে ৩৫৯ আর জাতীয় দলের হয়ে করেছেন ৪২ গোল। চমৎকার এ অর্জন এত দ্রুত হয়ে যাবে তা নাকি নিজেও আশা করেন নি মেসি। তবে, এখানেই থামতে চান না এই যাদুকর। ক্যারিয়ারে যোগ করতে চান আরো অনেক অর্জন।
লিওনেল মেসি। বার্সেলোনার গোল মেশিন, ভিন গ্রহের ফুটবলার আরো অনেক বিশেষণ ফুটবল প্রেমীরা তার নামের পাশে যুক্ত করেছেন। এরপরও শেষ হয়নি তার গুণকীর্তন। নিজের নামের পাশে একের পর এক রেকর্ডের পালক যুক্ত করেই চলেছেন এই তারকা।
বার্সেলোনার সিনিয়র দলের হয়ে শুরুটা ১৬ অক্টোবর ২০০৪সালে। মাত্র ১৭ বছর বয়সে তৎকালীন বার্সা কোচ ফ্রাঙ্ক রিজকার্ডের কল্যাণে এসপানিয়লের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু। পরের বছরই তাকে স্পেনের নাগরিকত্ব প্রদান করে দেশটির সরকার। এরপর আর কখনোই সিনিয়র দলের বাইরে থাকতে হয়নি মেসিকে।

মাত্র ২১ বছর বয়সে ২০০৯ সালে ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি অর পকেটে পোরেন মেসি। এরপর ২০১২ সাল পর্যন্ত টানা চারবার ফিফার বর্ষসেরা ফুটবলারের মুকুটটা জিতেছিলেন এই আর্জেন্টাইন।

২০১২ সালে মাত্র ২৫ বছর বয়সে লা লিগায় সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে সব প্রতিযোগিতায় মিলিয়ে ২০০ গোল করেন মেসি। পরের বছর ১৬ ফেব্রুয়ারি বার্সেলোনার হয়ে ক্যারিয়ারের ৩০০ তম গোলের রেকর্ড গড়েন এই ক্ষুদে যাদুকর। একবছর না যেতেই আবারো রেকর্ডের পাতায় লিও।

শনিবার লা লিগায় গ্রানাডার বিপক্ষে নিজের ক্যারিয়ারের ৪০০ তম গোল করে নিজের ২৭ বছরের ক্যারিয়ারেই সব ধরণের ফুটবলে ৪০০ গোলের মালিক বনে গেলেন মেসি। বার্সেলোনার হয়ে ৩৫৯ আর জাতীয় দলের হয়ে ৪২ গোলেই মেসি গড়ে ফেলেছেন অনন্য এই রেকর্ড। অথচ মেসি নাকি জানতেনই না এত দ্রুত এ রেকর্ড হয়ে যাবে।

এ প্রসঙ্গে লিওনেল মেসি আরও বলেন, 'যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। এত দ্রুত ৪০০ গোল করতে পারবো তা আমি নিজেও ভাবিনি। ভবিষ্যতে আরো ভাল কিছু সমর্থকদের উপহার দিতে চাই।'
বয়স তো মাত্র ২৭। এখনও পরে আছে অনেকটা সময়। আর যেভাবে বিশ্ব ফুটবল দাপিয়ে বেড়াচ্ছেন মেসি। তাই শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামেন, তার জন্য ভক্তদের অপেক্ষা করতেই হচ্ছে।ওয়েবসাইট। 
sports

৪শ' গোলের মাইলফলকে লিওনেল মেসি

http://worldcup-24.blogspot.com/
 গেলো শনিবার গ্রানাডার বিপক্ষে লা লিগার ম্যাচে ক্যারিয়ারের ৪০০ তম গোল করে রেকর্ডের পাতায় আবারো ঠাঁই করে নিলেন বার্সেলোনা স্ট্রাইকার লিওনেল মেসি। এরমধ্যে ক্লাবের হয়ে ৩৫৯ আর জাতীয় দলের হয়ে করেছেন ৪২ গোল। চমৎকার এ অর্জন এত দ্রুত হয়ে যাবে তা নাকি নিজেও আশা করেন নি মেসি। তবে, এখানেই থামতে চান না এই যাদুকর। ক্যারিয়ারে যোগ করতে চান আরো অনেক অর্জন।
লিওনেল মেসি। বার্সেলোনার গোল মেশিন, ভিন গ্রহের ফুটবলার আরো অনেক বিশেষণ ফুটবল প্রেমীরা তার নামের পাশে যুক্ত করেছেন। এরপরও শেষ হয়নি তার গুণকীর্তন। নিজের নামের পাশে একের পর এক রেকর্ডের পালক যুক্ত করেই চলেছেন এই তারকা।
বার্সেলোনার সিনিয়র দলের হয়ে শুরুটা ১৬ অক্টোবর ২০০৪সালে। মাত্র ১৭ বছর বয়সে তৎকালীন বার্সা কোচ ফ্রাঙ্ক রিজকার্ডের কল্যাণে এসপানিয়লের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু। পরের বছরই তাকে স্পেনের নাগরিকত্ব প্রদান করে দেশটির সরকার। এরপর আর কখনোই সিনিয়র দলের বাইরে থাকতে হয়নি মেসিকে।

মাত্র ২১ বছর বয়সে ২০০৯ সালে ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি অর পকেটে পোরেন মেসি। এরপর ২০১২ সাল পর্যন্ত টানা চারবার ফিফার বর্ষসেরা ফুটবলারের মুকুটটা জিতেছিলেন এই আর্জেন্টাইন।

২০১২ সালে মাত্র ২৫ বছর বয়সে লা লিগায় সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে সব প্রতিযোগিতায় মিলিয়ে ২০০ গোল করেন মেসি। পরের বছর ১৬ ফেব্রুয়ারি বার্সেলোনার হয়ে ক্যারিয়ারের ৩০০ তম গোলের রেকর্ড গড়েন এই ক্ষুদে যাদুকর। একবছর না যেতেই আবারো রেকর্ডের পাতায় লিও।

শনিবার লা লিগায় গ্রানাডার বিপক্ষে নিজের ক্যারিয়ারের ৪০০ তম গোল করে নিজের ২৭ বছরের ক্যারিয়ারেই সব ধরণের ফুটবলে ৪০০ গোলের মালিক বনে গেলেন মেসি। বার্সেলোনার হয়ে ৩৫৯ আর জাতীয় দলের হয়ে ৪২ গোলেই মেসি গড়ে ফেলেছেন অনন্য এই রেকর্ড। অথচ মেসি নাকি জানতেনই না এত দ্রুত এ রেকর্ড হয়ে যাবে।

এ প্রসঙ্গে লিওনেল মেসি আরও বলেন, 'যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। এত দ্রুত ৪০০ গোল করতে পারবো তা আমি নিজেও ভাবিনি। ভবিষ্যতে আরো ভাল কিছু সমর্থকদের উপহার দিতে চাই।'
বয়স তো মাত্র ২৭। এখনও পরে আছে অনেকটা সময়। আর যেভাবে বিশ্ব ফুটবল দাপিয়ে বেড়াচ্ছেন মেসি। তাই শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামেন, তার জন্য ভক্তদের অপেক্ষা করতেই হচ্ছে।ওয়েবসাইট। 

8:42 AM Share:

Sunday, August 24, 2014

http://worldcup-24.blogspot.com/
আজ থেকে শুরু হচ্ছে এবারের স্প্যানিশ লিগের জমজমাট লড়াই বিশ্বফুটবলের অন্যতম সেরা এই লিগটির যাত্রাকাল প্রায় ৮৪ বছর এর মাঝে নানা ইতিহাস আর ঐতিহ্য ধারণ করা এই লিগ মানেই এখন ফুটবল প্রেমীদের জন্য বিশেষ কিছু

পরিসংখ্যান, ইতিহাস, আভিজাত্য আর শৈল্পিকতা ফুটবল সংশ্লিষ্ট এই সবগুলো উপমাকেই যেনো এক সুতোয় গাঁথে 'লিগা ন্যাশনাল দ্য ফুটবল প্রফেশনাল' এল এফ পি বা লা লিগা নামে পরিচিত 'স্প্যানিশ লিগ' গেলো বছর ধরে যে লিগটি ইংলিশ প্রিমিয়ার লিগ জার্মান লিগকে পেছনে ফেলে উয়েফার বিচারে পেয়েছে ইউরোপের শ্রেষ্ঠ লিগের মর্যাদা সেই প্রিমেরা লিগের ইন্দ্রজালে ফুটবল প্রেমীদের জড়াতে আবারো হাজির ২০১৪-১৫ মৌসুম

১৯২৯ সাল থেকে শুরু হওয়া ক্লাব ফুটবলের এই জমজমাট লড়াই মানেই ইতিহাসের ঝুলি প্রায় ৮৪ বছর পুরোনো এই লিগে পর্যন্ত ৫৯টি ক্লাব নিজেদের যুক্ত করেছে যার মধ্যে গোড়া থেকে যাত্রা শুরু করা রিয়াল মাদ্রিদ বার্সেলোনা খেলেছে প্রিমিয়ার লিগের ৮৩টি মৌসুমের প্রত্যেকটিই আর একই সময়কাল ধরে খেললেও বর্তমান চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো মাদ্রিদ অংশ নিয়েছে ৭৭ টি মৌসুমে

পর্যন্ত লা লিগার সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ শিরোপা জিতেছে ৩২ বার আর ২২বার শিরোপা জিতে দ্বিতীয়তে আছে বার্সেলোনা এছাড়া গেলো মৌসুমের শিরোপা সহ মোট ১০বার লিগ সেরার খেতাব জিতেছে অ্যাতলেতিকো মাদ্রিদ আর এই তালিকায় বিভিন্ন সংখ্যায় শিরোপা জিতে নিজেদের মর্যাদার আসনে বসিয়েছে অ্যাতলেটিকো বিলবাও, ভ্যালান্সিয়া, রিয়াল সোসিয়েদাদ, দেপোর্তিভো লা করুনা, সেভিয়া রিয়াল বেতিসের মত ক্লাবগুলো

একক নৈপুণ্যেও তারকা খচিত লা লিগা, বিশ্বকে দিয়েছে অসাধারণ কিছু ফুটবলার অ্যাতলেটিক বিলবাওয়ের হয়ে ১৯৪০-৫৫ পর্যন্ত খেলা তেলমো জারা ২৫১টি গোল করে আছেন সর্বোচ্চ স্কোরার হিসেবে বার্সেলোনার লিওনেল মেসি ২৪৩ গোল করে আছেন তারপরই হুগো সানচেজ ২৩৪, রাউল গঞ্জালেজ ২২৮ আলফ্রেডো দি স্টেফানো ২২৭ গোল করে আছেন শীর্ষ সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ১৭৭ গোল করে আছেন তালিকার ১৪ নম্বরে

এছাড়াও অতীতের দি স্টেফানো, ইয়োহান ক্রুইফ, লুইস ফিগো থেকে শুরু করে বর্তমানের মেসি কিংবা রোনালদোরা সম্মিলিতভাবে সবচেয়ে বেশি ফিফা বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতে, স্প্যানিশ লিগকে সবসময়ই রেখেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতেওয়েবসাইট। 
sports

আজ থেকে শুরু স্প্যানিশ লিগের জমজমাট লড়াই

http://worldcup-24.blogspot.com/
আজ থেকে শুরু হচ্ছে এবারের স্প্যানিশ লিগের জমজমাট লড়াই বিশ্বফুটবলের অন্যতম সেরা এই লিগটির যাত্রাকাল প্রায় ৮৪ বছর এর মাঝে নানা ইতিহাস আর ঐতিহ্য ধারণ করা এই লিগ মানেই এখন ফুটবল প্রেমীদের জন্য বিশেষ কিছু

পরিসংখ্যান, ইতিহাস, আভিজাত্য আর শৈল্পিকতা ফুটবল সংশ্লিষ্ট এই সবগুলো উপমাকেই যেনো এক সুতোয় গাঁথে 'লিগা ন্যাশনাল দ্য ফুটবল প্রফেশনাল' এল এফ পি বা লা লিগা নামে পরিচিত 'স্প্যানিশ লিগ' গেলো বছর ধরে যে লিগটি ইংলিশ প্রিমিয়ার লিগ জার্মান লিগকে পেছনে ফেলে উয়েফার বিচারে পেয়েছে ইউরোপের শ্রেষ্ঠ লিগের মর্যাদা সেই প্রিমেরা লিগের ইন্দ্রজালে ফুটবল প্রেমীদের জড়াতে আবারো হাজির ২০১৪-১৫ মৌসুম

১৯২৯ সাল থেকে শুরু হওয়া ক্লাব ফুটবলের এই জমজমাট লড়াই মানেই ইতিহাসের ঝুলি প্রায় ৮৪ বছর পুরোনো এই লিগে পর্যন্ত ৫৯টি ক্লাব নিজেদের যুক্ত করেছে যার মধ্যে গোড়া থেকে যাত্রা শুরু করা রিয়াল মাদ্রিদ বার্সেলোনা খেলেছে প্রিমিয়ার লিগের ৮৩টি মৌসুমের প্রত্যেকটিই আর একই সময়কাল ধরে খেললেও বর্তমান চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো মাদ্রিদ অংশ নিয়েছে ৭৭ টি মৌসুমে

পর্যন্ত লা লিগার সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ শিরোপা জিতেছে ৩২ বার আর ২২বার শিরোপা জিতে দ্বিতীয়তে আছে বার্সেলোনা এছাড়া গেলো মৌসুমের শিরোপা সহ মোট ১০বার লিগ সেরার খেতাব জিতেছে অ্যাতলেতিকো মাদ্রিদ আর এই তালিকায় বিভিন্ন সংখ্যায় শিরোপা জিতে নিজেদের মর্যাদার আসনে বসিয়েছে অ্যাতলেটিকো বিলবাও, ভ্যালান্সিয়া, রিয়াল সোসিয়েদাদ, দেপোর্তিভো লা করুনা, সেভিয়া রিয়াল বেতিসের মত ক্লাবগুলো

একক নৈপুণ্যেও তারকা খচিত লা লিগা, বিশ্বকে দিয়েছে অসাধারণ কিছু ফুটবলার অ্যাতলেটিক বিলবাওয়ের হয়ে ১৯৪০-৫৫ পর্যন্ত খেলা তেলমো জারা ২৫১টি গোল করে আছেন সর্বোচ্চ স্কোরার হিসেবে বার্সেলোনার লিওনেল মেসি ২৪৩ গোল করে আছেন তারপরই হুগো সানচেজ ২৩৪, রাউল গঞ্জালেজ ২২৮ আলফ্রেডো দি স্টেফানো ২২৭ গোল করে আছেন শীর্ষ সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ১৭৭ গোল করে আছেন তালিকার ১৪ নম্বরে

এছাড়াও অতীতের দি স্টেফানো, ইয়োহান ক্রুইফ, লুইস ফিগো থেকে শুরু করে বর্তমানের মেসি কিংবা রোনালদোরা সম্মিলিতভাবে সবচেয়ে বেশি ফিফা বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতে, স্প্যানিশ লিগকে সবসময়ই রেখেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতেওয়েবসাইট। 

8:33 AM Share:

Sunday, August 17, 2014

http://worldcup-24.blogspot.com/
প্রথমবারের মত বার্সেলোনা সতীর্থদের সাথে অনুশীলন করলেন লুইস সুয়ারেজ খেলাধুলা বিষয়ক আন্তর্জাতিক সালিশি আদালতে সুয়ারেজের শাস্তি কমানোর আবেদন খারিজ করে দিলেও, তাকে অনুশীলন প্রস্তুতি ম্যাচে খেলার অনুমতি দিয়েছে এর একদিন পরই বার্সার হয়ে অনুশীলনে নামলেন এই উরুগুইয়ান অনুশীলনে ফিরতে পেরে দারুণ খুশি সুয়ারেজ এদিকে, আনুষ্ঠানিকভাবে কোচ তাতা মার্তিনোকে বরণ করে নিয়েছে আর্জেন্টিনা

দীর্ঘদিন পর মুক্ত বিহঙ্গের মত অনুশীলনে লুইস সুয়ারেজ শৃঙ্খল ভেঙ্গে মাঠে নামার আনন্দে বাঁধনহারা এই উরুগুইয়ান আন্তর্জাতিক সালিশি আদালতের কাছ থেকে গ্রিন সিগনাল পেয়েই নেমে পরেছেন মাঠের অনুশীলনে

বিশ্বকাপের গ্রুপ পর্বে ইতালির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে গিওর্গিও চিয়েল্লিনিকে কামড় দেয়ায় কঠিন শাস্তির বেড়াজালে জড়িয়ে পড়েন সুয়ারেজ চারমাস ফুটবল সংশ্লিষ্ট সব ধরণের কর্মকাণ্ডের পাশাপাশি, ৯টি আন্তর্জাতিক ম্যাচে সুয়ারেজকে নিষিদ্ধ করে ফিফা ক্ষমা চেয়েও, লাভ হয়নি ওই উরুগুইয়ানের বার্সেলোনায় যোগ দিয়েও, চার দেয়ালে বন্দি সময় কাটাতে হয়েছে তাকে

ফলে কুল কিনার খুঁজে না পেয়ে দ্বারস্থ হন খেলাধুলা বিষয়ক আন্তর্জাতিক সালিশি আদালতের মাসের নিষেধাজ্ঞা কমাতে অনুশীলন করার আবেদন করেন সুয়ারেজ আগস্ট তার আপিলের শুনানি অনুষ্ঠিত হয় আশা ছিল হয়ত সদয় হয়ে শাস্তি কমাবে আদালত তবে, শেষ পর্যন্ত শাস্তি না কমলেও, অনুশীলন করার অনুমতি পেয়েছেন ২৭ বছর বয়সী এই তারকা, আর এতেই দারুণ খুশি সুয়ারেজ

প্রসঙ্গে সুয়ারেজ বলেন, 'বার্সেলোনার সাথে অনুশীলন করতে পেরে আমি দারুণ খুশি একজন ফুটবলারের জন্য এটা খুব গর্বের বিষয় আমার কৃতকর্মের জন্য আমি লজ্জিত ক্ষমা প্রার্থী তবে সব ভুলে, এখন আমি শুধু আমার পারফরমেন্সে মনোযোগ দিতে চাই দুর্দিনে আমার পাশে থাকার জন্য আমার পরিবার বার্সেলোনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই'

এদিকে, দুদিন আগেই আলেসান্দ্রো সাবেলার উত্তরসূরি হয়েছেন বার্সেলোনার সাবেক কোচ জেরার্দো তাতা মার্তিনো দায়িত্ব নেয়ার পর, প্রথমবারের মত সংবাদ সম্মেলনে এসেই আর্জেন্টিনায় নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন মার্তিনো

প্রসঙ্গে তিনি আরও বলেন, 'আর্জেন্টিনার কোচের দায়িত্ব পাওয়া আমার জন্য দারুণ গর্বের নিজের দেশের কোচের দায়িত্ব পেয়েছি, চেষ্টা করবো ফুটবলারদের একত্রিত করে ভাল কিছু করতে মেসির সাথে আগেও কাজ করেছি যথেষ্ট বিনয়ী' সেপ্টেম্বর প্রীতি ম্যাচে জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মার্তিনোর আর্জেন্টিনা মিশনওয়েবসাইট


sports

কোর্টের অনাপত্তি পত্র পেয়ে মাঠে সুয়ারেজ

http://worldcup-24.blogspot.com/
প্রথমবারের মত বার্সেলোনা সতীর্থদের সাথে অনুশীলন করলেন লুইস সুয়ারেজ খেলাধুলা বিষয়ক আন্তর্জাতিক সালিশি আদালতে সুয়ারেজের শাস্তি কমানোর আবেদন খারিজ করে দিলেও, তাকে অনুশীলন প্রস্তুতি ম্যাচে খেলার অনুমতি দিয়েছে এর একদিন পরই বার্সার হয়ে অনুশীলনে নামলেন এই উরুগুইয়ান অনুশীলনে ফিরতে পেরে দারুণ খুশি সুয়ারেজ এদিকে, আনুষ্ঠানিকভাবে কোচ তাতা মার্তিনোকে বরণ করে নিয়েছে আর্জেন্টিনা

দীর্ঘদিন পর মুক্ত বিহঙ্গের মত অনুশীলনে লুইস সুয়ারেজ শৃঙ্খল ভেঙ্গে মাঠে নামার আনন্দে বাঁধনহারা এই উরুগুইয়ান আন্তর্জাতিক সালিশি আদালতের কাছ থেকে গ্রিন সিগনাল পেয়েই নেমে পরেছেন মাঠের অনুশীলনে

বিশ্বকাপের গ্রুপ পর্বে ইতালির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে গিওর্গিও চিয়েল্লিনিকে কামড় দেয়ায় কঠিন শাস্তির বেড়াজালে জড়িয়ে পড়েন সুয়ারেজ চারমাস ফুটবল সংশ্লিষ্ট সব ধরণের কর্মকাণ্ডের পাশাপাশি, ৯টি আন্তর্জাতিক ম্যাচে সুয়ারেজকে নিষিদ্ধ করে ফিফা ক্ষমা চেয়েও, লাভ হয়নি ওই উরুগুইয়ানের বার্সেলোনায় যোগ দিয়েও, চার দেয়ালে বন্দি সময় কাটাতে হয়েছে তাকে

ফলে কুল কিনার খুঁজে না পেয়ে দ্বারস্থ হন খেলাধুলা বিষয়ক আন্তর্জাতিক সালিশি আদালতের মাসের নিষেধাজ্ঞা কমাতে অনুশীলন করার আবেদন করেন সুয়ারেজ আগস্ট তার আপিলের শুনানি অনুষ্ঠিত হয় আশা ছিল হয়ত সদয় হয়ে শাস্তি কমাবে আদালত তবে, শেষ পর্যন্ত শাস্তি না কমলেও, অনুশীলন করার অনুমতি পেয়েছেন ২৭ বছর বয়সী এই তারকা, আর এতেই দারুণ খুশি সুয়ারেজ

প্রসঙ্গে সুয়ারেজ বলেন, 'বার্সেলোনার সাথে অনুশীলন করতে পেরে আমি দারুণ খুশি একজন ফুটবলারের জন্য এটা খুব গর্বের বিষয় আমার কৃতকর্মের জন্য আমি লজ্জিত ক্ষমা প্রার্থী তবে সব ভুলে, এখন আমি শুধু আমার পারফরমেন্সে মনোযোগ দিতে চাই দুর্দিনে আমার পাশে থাকার জন্য আমার পরিবার বার্সেলোনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই'

এদিকে, দুদিন আগেই আলেসান্দ্রো সাবেলার উত্তরসূরি হয়েছেন বার্সেলোনার সাবেক কোচ জেরার্দো তাতা মার্তিনো দায়িত্ব নেয়ার পর, প্রথমবারের মত সংবাদ সম্মেলনে এসেই আর্জেন্টিনায় নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন মার্তিনো

প্রসঙ্গে তিনি আরও বলেন, 'আর্জেন্টিনার কোচের দায়িত্ব পাওয়া আমার জন্য দারুণ গর্বের নিজের দেশের কোচের দায়িত্ব পেয়েছি, চেষ্টা করবো ফুটবলারদের একত্রিত করে ভাল কিছু করতে মেসির সাথে আগেও কাজ করেছি যথেষ্ট বিনয়ী' সেপ্টেম্বর প্রীতি ম্যাচে জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মার্তিনোর আর্জেন্টিনা মিশনওয়েবসাইট


9:34 AM Share:

Thursday, May 1, 2014

mktgide.blogspot.comচলতি মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদ ছুটছে যেন রুপকথার জন্ম দিতেই। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফিরতি লেগে স্টামফোর্ড ব্রিজে চেলসিকে যেভাবে ১-৩ গোলে উড়িয়ে ৪০ বছর পর ফাইনালে পা রাখল ডিয়েগো সিমিওনের দল, তাতে বলাই যায়—এ অ্যাটলেটিকো অনন্য, এ অ্যাটলেটিকো দুরন্ত! এতে করে ২৪ মে লিসবনের ফাইনালে দেখা হচ্ছে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে। ম্যাচের শুরুতে অবশ্য চেলসির দাপট ছিল লক্ষণীয়। ৩৬ মিনিটেই ফার্নান্দো তোরেস বল জড়িয়ে দেন অ্যাটলেটিকোর জালে। হোসে মরিনহোর দলের দুর্ভোগ অপেক্ষা করছিল ঠিক এরপরই। ৪৪ মিনিটে অ্যাটলেটিকোকে সমতায় ফেরান  আদ্রিয়ান লোপেজ। ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুদল। এ সমীকরণে অবশ্য মানসিকভাবে এগিয়েছিল সিমিওনের দলই। কেননা. অ্যাওয়ে গোলে তখনো এগিয়ে অ্যাটলেটিকোই। এর ইতিবাচক প্রভাবই কি পড়ল দ্বিতীয়ার্ধে? ৬০ মিনিটেই পেনাল্টি থেকে গোল আদায়ে এতটুকু ভুল করলেন না সিমিওনের অন্যতম মূল অস্ত্র ডিয়েগো কস্তা। চ্যাম্পিয়নস লিগে এটি কস্তার অষ্টম গোল। মরিনহোর বুকে চূড়ান্ত শেল দাগলেন আরদা তুরান, ঠিক ৭২ মিনিটে। দুই লেগ মিলিয়ে চূড়ান্ত স্কোরলাইন চেলসি ১:৩ অ্যাটলেটিকো। বল দখলেও এগিয়ে  অ্যাটলেটিকো, ৫২ শতাংশ। 
স্টামফোর্ড ব্রিজকে ‘শোকের চাদরে’ ঢেকে চরম উল্লাসে মাতেন কস্তারা। সিমিওনের উদযাপন এতটাই বাধনহারা হলো, তাকে আটকানোর উপায় নেই! আসলে তো তাই! লা লিগায় অ্যাটলেটিকোর অবস্থান চূড়ায়। চ্যাম্পিয়নস লিগেও অভাবনীয় সাফল্য। ১৯৭৪ সালের পর দল ফাইনালে। অ্যাটলেটিকোকে ইউরোপের শ্রেষ্ঠত্ব এনে দিতে পারলে সিমিওনে হয়ে যাবেন ইতিহাসের অংশ। পারবেন তিনি অ্যাটলেটিকোর স্বপ্নসারথি হতে? লিসবনে অনুষ্ঠেয় মাদ্রিদ ডার্বিই মিমাংসা করে দেবে সব প্রশ্নের। ততদিন কেবল অপেক্ষা। 
spanish league

রিয়াল মাদ্রিদ ফাইনালে

mktgide.blogspot.comচলতি মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদ ছুটছে যেন রুপকথার জন্ম দিতেই। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফিরতি লেগে স্টামফোর্ড ব্রিজে চেলসিকে যেভাবে ১-৩ গোলে উড়িয়ে ৪০ বছর পর ফাইনালে পা রাখল ডিয়েগো সিমিওনের দল, তাতে বলাই যায়—এ অ্যাটলেটিকো অনন্য, এ অ্যাটলেটিকো দুরন্ত! এতে করে ২৪ মে লিসবনের ফাইনালে দেখা হচ্ছে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে। ম্যাচের শুরুতে অবশ্য চেলসির দাপট ছিল লক্ষণীয়। ৩৬ মিনিটেই ফার্নান্দো তোরেস বল জড়িয়ে দেন অ্যাটলেটিকোর জালে। হোসে মরিনহোর দলের দুর্ভোগ অপেক্ষা করছিল ঠিক এরপরই। ৪৪ মিনিটে অ্যাটলেটিকোকে সমতায় ফেরান  আদ্রিয়ান লোপেজ। ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুদল। এ সমীকরণে অবশ্য মানসিকভাবে এগিয়েছিল সিমিওনের দলই। কেননা. অ্যাওয়ে গোলে তখনো এগিয়ে অ্যাটলেটিকোই। এর ইতিবাচক প্রভাবই কি পড়ল দ্বিতীয়ার্ধে? ৬০ মিনিটেই পেনাল্টি থেকে গোল আদায়ে এতটুকু ভুল করলেন না সিমিওনের অন্যতম মূল অস্ত্র ডিয়েগো কস্তা। চ্যাম্পিয়নস লিগে এটি কস্তার অষ্টম গোল। মরিনহোর বুকে চূড়ান্ত শেল দাগলেন আরদা তুরান, ঠিক ৭২ মিনিটে। দুই লেগ মিলিয়ে চূড়ান্ত স্কোরলাইন চেলসি ১:৩ অ্যাটলেটিকো। বল দখলেও এগিয়ে  অ্যাটলেটিকো, ৫২ শতাংশ। 
স্টামফোর্ড ব্রিজকে ‘শোকের চাদরে’ ঢেকে চরম উল্লাসে মাতেন কস্তারা। সিমিওনের উদযাপন এতটাই বাধনহারা হলো, তাকে আটকানোর উপায় নেই! আসলে তো তাই! লা লিগায় অ্যাটলেটিকোর অবস্থান চূড়ায়। চ্যাম্পিয়নস লিগেও অভাবনীয় সাফল্য। ১৯৭৪ সালের পর দল ফাইনালে। অ্যাটলেটিকোকে ইউরোপের শ্রেষ্ঠত্ব এনে দিতে পারলে সিমিওনে হয়ে যাবেন ইতিহাসের অংশ। পারবেন তিনি অ্যাটলেটিকোর স্বপ্নসারথি হতে? লিসবনে অনুষ্ঠেয় মাদ্রিদ ডার্বিই মিমাংসা করে দেবে সব প্রশ্নের। ততদিন কেবল অপেক্ষা। 

11:45 AM Share:

Category

Football cricket Bangladesh sports worldcup 2015 plays games Video india Pakistan shakib west indies Asian games Laa League IPL srilanka tiger English Premier League Europe Football Players Profile brazil hockey messi win real madrid Australia BCB Bangladesh Cricket Bangladesh Vs Pakistan game t20 BPL asia cup 2016 banglawash bersilona dhaka fifa germany record ronaldo south Africa spanish league League amir couch england odi one day test 2017 Cricket Bangladesh & Pakistan English Golf ICC Kolkata Newzerland South Korea UAE afridi al-amin child club india vs bangladesh 2016 india vs bangladesh live streaming japan naimer national team rank sabbir sachin sami-final stadium taizul tamim taskin tennis whitewash wicket woman world hockey 1992 19th 2 2006 2014 2018 2022 2nd 5 68 950 Afghanistan Bangladesh vs India Banglur CPL Copa America Cricket Bangladesh Cricket Bangladesh & India Gazi Italy Italy League Khulna Man Nepal Panjab Song Tank Tv guide bankhum bat bigbash bijoy bolt boot bowler bulbul captain center chittagong complain cricket live cup dev di dollor france gail gaza goal gold habibul help history hughes india cricket team india vs bangladesh india vs bangladesh live cricket streaming india vs sri lanka 2016 indian express jobair jubair life loss mahadi mahala mahela mahmudullah mario gotza matrin milan miraz mominul ms dhoni name nasir new open pele personal race rahul razak riyed rohit rokibulhasan sakib sell serena williams shak jamal sharuk shohag gazi shoumya sorkar shuvo sick siddaq son sylhet team ticket virat kohli visa waker wasim akram world

Recent News

Proudly Powered by WorldCup.
back to top