
স্টামফোর্ড ব্রিজকে ‘শোকের চাদরে’ ঢেকে চরম উল্লাসে মাতেন কস্তারা। সিমিওনের উদযাপন এতটাই বাধনহারা হলো, তাকে আটকানোর উপায় নেই! আসলে তো তাই! লা লিগায় অ্যাটলেটিকোর অবস্থান চূড়ায়। চ্যাম্পিয়নস লিগেও অভাবনীয় সাফল্য। ১৯৭৪ সালের পর দল ফাইনালে। অ্যাটলেটিকোকে ইউরোপের শ্রেষ্ঠত্ব এনে দিতে পারলে সিমিওনে হয়ে যাবেন ইতিহাসের অংশ। পারবেন তিনি অ্যাটলেটিকোর স্বপ্নসারথি হতে? লিসবনে অনুষ্ঠেয় মাদ্রিদ ডার্বিই মিমাংসা করে দেবে সব প্রশ্নের। ততদিন কেবল অপেক্ষা।