শ্রীলঙ্কার ক্রিকেটের নির্বাচক কমিটির চেয়ারম্যান সনাথ জয়সুরিয়া পদত্যাগ করেছেন। ক্রীড়া মন্ত্রী নাভিন
দিশানায়েকের কাছে ইমেইলে পদত্যাগ করার কথা জানান শ্রীলঙ্কার সাবেক এই উদ্বোধনী ব্যাটসম্যান। জয়সুরিয়ার সঙ্গে
নির্বাচক কমিটির বাকি চার সদস্য প্রমোদিয়া বিক্রমাসিংহে, হাশান তিলকারত্নে, এরিক উপাশান্থা ও চামিন্দা মেন্ডিসও সরে
দাঁড়ান। এপ্রিলের শেষ পর্যন্ত এই কমিটির মেয়াদ
ছিল। সম্প্রতি শ্রীলঙ্কা দল নির্বাচন পদ্ধতি নিয়ে
প্রশ্ন তুলেছিলেন ক্রীড়া মন্ত্রী দিশানায়েকে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে নতুন একটি অন্তর্বর্তীকালীন কমিটিও নিয়োগ দেন তিনি। এর পরেই জয়সুরিয়াদের পদত্যাগের ঘোষণাটি এল।
5:22 PM
Share: