
অবশেষে বাংলাদেশ ক্রিকেট দল নতুন পৃষ্ঠপোষক পেল। পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতা করবে মিডিয়া এজেন্সি টপ অব মাইন্ড। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী জাতীয় দলের নতুন পৃষ্ঠপোষক পাওয়ার কথা জানান। আসন্ন বাংলাদেশ-পাকিস্তান সিরিজে জাতীয় দলের পৃষ্ঠপোষক পেতে জন্য গত ৩০ মার্চ জাতীয় একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেয় বিসিবি। তাতে সাড়া দেয় টপ অব মাইন্ড, গ্রামীণ ফোন, রবি ও টোটাল স্পোর্টস। বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, তারা প্রত্যাশিত দর পাননি। সর্বোচ্চ দরদাতাদের নিজেদের সর্বনিম্ন প্রত্যাশার কথা জানায় বিসিবি। তাদের প্রস্তাবে সাড়া দিয়ে এগিয়ে আসে টপ অব মাইন্ড। তবে টাকার অঙ্ক গোপন রেখেছে বিসিবি। ২০১২ সালের জুনে ১ কোটি ৪০ লাখ ডলারের বিনিময়ে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে চার বছরের জন্য যুক্ত হয় সাহারা। মেয়াদ শেষ হওয়ার ১৫ মাস বাকি থাকতেই তাদের সঙ্গে চুক্তি বাতিল করে বিসিবি।
11:18 PM
Share: