
আগামী ১১ জুন চিলিতে বসছে কোপা আমেরিকার ৪৪তম আসর।
ইতিমধ্যে টুর্নামেন্টের গ্রুপ নির্ধারিত হয়েছে।
আসরের দুই ফেবারিট দল আর্জেন্টিনা ও ব্রাজিল পড়েছে দুই গ্রুপে। আর গ্রুপপর্বে দুই ধরনের অভিজ্ঞতা নিতে হচ্ছে তাদের। কোপা আমেরিকায় কঠিন গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। আর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল রয়েছে তুলনামূলক সহজ গ্রুপে! আসন্ন কোপা আমেরিকার টুর্নামেন্টকে সামনে রেখে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে ১২টি দলকে। গ্রুপপর্বের লড়াইয়ে রাখা হয়েছে ৪টি করে দল। এবার এক নজরে দেখে নেওয়া যাক সেই গ্রুপগুলো :
গ্রুপ ‘এ’ : চিলি, মেক্সিকো, ইকুয়েডর ও বলিভিয়া।
গ্রুপ ‘বি’ : আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে ও জ্যামেইকা।
গ্রুপ ‘সি’ : ব্রাজিল, কলম্বিয়া, পেরু ও ভেনেজুয়েলা।
1:00 PM
Share: