
লা লিগার ম্যাচে গ্রানাডার বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম পাঁচ গোলের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত রবিবার
ঘরের মাঠ বার্নব্যুতে নিজের দ্রুততম হ্যাট্রিকও পূরণ করেন সিআর সেভেন। আর এরই সঙ্গে এই মৌসুমে বার্সেলোনা তারকা লিওনেল মেসির করা ৩২ গোলকে ছাপিয়ে শীর্ষে পৌছে গেছেন পর্তুগিজ অধিনায়ক। ব্যালন ডি’অর জয়ী এ তারকার বর্তমান গোল ৩৬টি। এদিকে পাঁচ গোলের মধ্যে দিয়ে তিনটি লিগে খেলা রোনালদো ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন। ক্যারিয়ার শুরু করা স্পোটিংয়ের হয়ে ২৫ ম্যাচে করেছিলেন তিন গোল। পরে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৯৬ ম্যাচে করেছিলেন ৮৪ গোল। আর এখন পর্যন্ত রিয়ালের হয়ে ১৯১ ম্যাচে করেছেন ২১৩ গোল। এছাড়া রোনালদো আর একটি গোল করলে পার করবেন লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় অষ্ঠম স্থানে থাকা সাবেক রিয়াল তারকা পাছিনোকে (২১৪)। আর রোনালদোর পরের টার্গেট হবে ২১৯ গোল করে সপ্তম স্থানে থাকা কুইনির।
11:12 AM
Share: