২০১২ সালে পাকিস্তানে দুটি সফর বাতিল করার ক্ষতিপূরণ দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রায় তিন মাস ধরে পাকিস্তানের বাংলাদেশ সফরের আর্থিক শর্ত নিয়ে দুই দেশের বোর্ডের পাল্টাপাল্টি অবস্থানের পর এই ঘোষণা দিলেন হাসান। বিসিবি সভাপতি জানান, কোনো দেশে সফর করার প্রতিশ্রুতি দিয়ে তা না রাখলে ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম আছে। পাকিস্তানকে দেওয়া অর্থের পরিমাণটা এক লাখ থেকে তিন লাখ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। এই ক্ষতিপূরণটা একবারে দিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান হাসান। এতে দাবি-দাওয়ার বিষয়টির সমাপ্তি হবে বলে মনে করেন তিনি, "তাদের (পিসিবি) সঙ্গে আমাদের আর কোনো শর্ত নেই।" পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে এ বছরের শুরু থেকেই দুই বোর্ডের মধ্যে বিতণ্ডার তৈরি হয়। বাংলাদেশে আসার ক্ষেত্রে পিসিবি দুটি শর্ত দিয়েছিল। বাংলাদেশ সফরে বিসিবির আয়ের ৫০ শতাংশ দাবি করেছিল তারা। দ্বিতীয় শর্ত হিসেবে বাংলাদেশকে তাদের অনূর্ধ্ব-১৯ দল পাকিস্তানে পাঠাতে বলে পিসিবি। কিন্তু বাংলাদেশ সফরে আসতে পাকিস্তানের শর্ত দুটি বিসিবির পরিচালনা পর্ষদ মানবে না বলে জানিয়ে দিয়েছিলেন হাসান। অবশেষে মার্চ মাসে পাকিস্তান সরকার তাদের ক্রিকেট দলকে বাংলাদেশ সফর করার অনুমতি দেয়।
9:10 PM
Share: