
পূর্ণ শক্তির দল নিয়েই আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে
পাকিস্তান ক্রিকেট দল। এ সফরে দু’দলের টেস্ট, ওয়ানডে
সিরিজের পাশাপাশি একটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে। তবে বিশ্বকাপে দারুণ পারর্ফম করা টাইগারদের
বিপক্ষে সিরিজ কঠিন হবে বলে মনে করেন
পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক রমিজ রাজা।
এক সাক্ষাৎকারে রমিজ বলেন, ‘বিশ্বকাপে ভালো পারর্ফম করার পর বাংলাদেশ বদলে গেছে। আর
এখন তারা আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী। আমি মনে করি তাদের ব্যাটিং সাইড
আমাদের থেকে ভালো। সুতরাং আমি বিশ্বাস করি এ সফররটি পাকিস্তানের জন্য সহজ হবে না।’ বাংলাদেশ সফরে বোলিং নিষেধাজ্ঞা থেকে ফিরে আসা দুসরা
স্পিনার সাইদ আজমলের দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে রমিজ বলেন, ‘আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে আজমল। বোলিং পরীক্ষা
দিয়ে নিজেকে সে বৈধ প্রমাণ করেছে। তবে আমি মনে করি বোলিং শুধরে আসা আজমলের পক্ষেও
সিরিজটি কঠিন হবে।’ বিশ্বকাপে পাকিস্তানের
হতাশাজনক পারফরম্যান্সের পর দল সম্পর্কে বলেন, ‘আমাদের
ওয়ানডে ক্রিকেটে অনেক পরিবর্তন আনতে হবে। আমাদের আরো আক্রমণাত্বক ও ভীতিহীন
ক্রিকেট খেলতে হবে।’ পাকিস্তান আগামী ১৩
এপ্রিল বাংলাদেশে আসলেও প্রথম ম্যাচে মাঠে নামবে ১৭ এপ্রিল। তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি আর দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফর করছে
পাকিস্তান।
9:42 AM
Share: