
বাংলাদেশ সফরের জন্য পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ছিলেন শোয়াইব মাকসুদ। তবে হাতে চোট পাওয়ায় বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন ডানহাতি মিডল অর্ডার এ ব্যাটসমান। তার বদলে ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ২৪ বছর বয়সী সাদ নাসিমকে। তিনি অবশ্য বাংলাদেশের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের দলে আগে থেকেই আছেন। দেশের হয়ে ২৫ ওয়ানডেতে ৩২.৯৫ গড়ে ৫ ফিফটিতে ৭২৫ রান করা মাকসুদ গতকালও লাহোরে দলের সঙ্গে অনুশীলন করেছেন। কিন্তু দলের ডাক্তার তাকে বাংলাদেশ সফরের অনুমতি না দেয়ায় বাদ পড়েছেন তিনি। তার বদলে ওয়ানডে দলে অন্তর্ভুক্ত হওয়া সাদ ৩ টি-টোয়েন্টিতে ৪৪ রান করেছেন। বাংলাদেশের বিপক্ষে তিনি ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন। পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশে আসবে আগামী ১৩ই এপ্রিল। স্বাগতিকদের বিপক্ষে তারা তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।
2:00 PM
Share: