
সুনীল নারাইনের বোলিং অ্যাকশন বৈধ হিসেবে বিবেচিত হওয়ায় স্বস্তি ফেরে কলকাতা নাইট রাইডার্স শিবিরে। কেকেআর’র তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান জানান, নারাইন দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাকে ছাড়া ম্যাচের পরিকল্পনা সাজানো কঠিন। গত রোববার নারাইনের ওপর থেকে অবৈধ বোলিং অ্যাকশনের তকমাটা উঠিয়ে নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ফলে, আইপিএলের এ আসরে ক্যারিবীয়ান স্পিনারের বোলিং করতে আর বাধা নেই। সাকিব বলেন, ‘নারাইনের বিষয়টি নিয়ে দলের সবাই উদ্বিগ্ন ছিল। বোলিং অ্যকশনের ছাড়পত্র পাওয়াটা অবশ্যই একটি বড় খবর। দলের পরিকল্পনায় সে অপরিহার্য। প্রতিটি ম্যাচেই সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ আগামী ৮ এপ্রিল (বুধবার) আইপিএলের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতার মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ানস।
12:00 PM
Share: