
ক্রিকেটের বাইবেল খ্যাত ম্যাগাজিন উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের ২০১৫ সালের শীর্ষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন শ্রীলংকান গ্রেট কুমার সাঙ্গাকারা। তবে তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেনের বিষয়টি ‘সঠিকভাবে পরিচালনা করতে’ না পারার কারণে ইংল্যান্ড এন্ড ওয়ালস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সমালোচনা করেছেন সম্পাদক লরেন্স বুথ। ঠিকভাবে পরিচালনা করতে না পারার কারণে গত বছর ইংল্যান্ড দল থেকে সাবেক হয়ে যান পিটারসেন। বিশ্বে কেবলমাত্র দু’জন খেলোয়াড় দুইবার উইজডেনের বর্ষ সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ায় ভারতের বীরেন্দার শেবাগের পাশে জায়গা করে নিলেন সাঙ্গাকারা। এক বর্ষ পঞ্জিকায় একটি ট্রিপল সেঞ্চুরিসহ ২০১৪ সালে তিন ফর্মেটে মোট ২৮৬৮ রান করায় এ পুরস্কার লাভ করেন বাঁ-হাতি ব্যাটসম্যান/উইকেটরক্ষক ৩৭ বছর বয়সী সাঙ্গাকারা। তার অসাধারণ ক্যারিয়ারে গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে জয়ী শ্রীলংকার হয়ে ম্যাচ সেরা হওয়াটাও সাঙ্গাকারার অনন্য কৃর্তি।
12:00 PM
Share: