
স্লেজিংয়ের জন্য বিশেষ পরিচিতি পাওয়া অস্ট্রেলিয়া দলের সাবেক অধিনায়ক রিকি পন্টিং বলেছেন মাঠে স্লেজিং করা খেলারই অংশ। তবে সেটা অবশ্যই সীমার মধ্যে থাকতে হবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ পন্টিং বলেন, ‘আমি মনে করি এটা খেলারই অংশ। তবে খেলোয়াড়দের বুঝতে হবে সীমানা কতটুকু এবং তারা সীমা লংঘন করছে না এটা তাদের নিশ্চিত করতে হবে।’ আইপিএল সামনে রেখে গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে চিন্তিত। বিশ্বকাপে কিংবা তার আগে কি ঘটেছে আমরা তা নিয়ে চিন্তিত নই। আমরা খেলোয়াড়দের ঠিকভাবে পরিচালনা করতে পারছি এবং আমাদের খেলোয়াড়রা বুঝতে পারছে যে তাদের কাছ থেকে আমরা কি চাই। একই সঙ্গে কিভাবে তাদের খেলাতে চাই সেটাও আমাদেরই নিশ্চিত করতে হবে।’
2:00 PM
Share: