
ঘরোয়া ক্রিকেটে টানা ভালো খেলে যাওয়ার পুরস্কার পেয়েছেন রনি তালুকদার। তবে জাতীয় দলে এসেই থামতে চান না তিনি। ডানহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান মনে করেন, সামনের চ্যালেঞ্জটি আরও বড়। দলে স্থায়ী হয়ে সেই চ্যালেঞ্জে জয়ী হতে চান তিনি। গত কয়েক মৌসুম ধরেই ভালো ক্রিকেট খেলছেন রনি। পাকিস্তানের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডের জন্য ঘোষিত দলে তার উপস্থিতি সেই ভালো খেলারই পুরস্কার। জাতীয় দলে সুযোগ পেয়ে ভীষণ খুশি রনি। তবে সেই উচ্ছ্বাসকে পাশে রেখে এখন থেকেই দলে জায়গা স্থায়ী করার লক্ষ্যের কথা জানান তিনি। ডানহাতি এই ব্যাটসম্যান ভালো করেই জানেন, দলে আসার চেয়েও বড় চ্যালেঞ্জ হবে জায়গা ধরে রাখা। “আমি জাতীয় দলে স্থায়ী হতে চাই। অনেকদিন ধরে জাতীয় দলে খেলতে চাই। আমি জানি, এই দলে এখন অনেক প্রতিযোগিতা। টিকে থাকতে হলে আমাকে পারফর্ম করতে হবে। এর জন্য আমাকে আমার সেরাটা খেলে যেতে হবে। দলে থাকতে হলে ভালো খেলার কোনো বিকল্প নেই। এমন কিছু করতে চাই, যেন আমাকে সবাই মনে রাখে। আশা করি, নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে পারব।” ২০০৯-১০ মৌসুমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনীর উদ্বোধনী জুটিতে তামিম ইকবালের সঙ্গী ছিলেন রনি। ডানহাতি এই ব্যাটসম্যান জানান, তামিমের সঙ্গে তার বোঝাপড়াটা ভালো। তার বিশ্বাস, উদ্বোধনী জুটিতে সাফল্য পাবেন তারা।
8:16 PM
Share: