
বাংলাদেশ সফরকে সামনে রেখে শুক্রবার (০৩ এপ্রিল) পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের দল ঘোষণা করেছে। আগামী ১৩ এপ্রিল ঢাকায় পা রাখবে পাকিস্তান জাতীয় দল। উক্ত সফর উপলক্ষে তিন ফরমেটের দলই ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের দলে জায়গা হয়নি পাকিস্তানের নিষেধাজ্ঞা প্রাপ্ত স্পিনার সাঈদ আজমলের। বোলিং অ্যাকশন শুধরে আসা আজমলকে বাংলাদেশ সফরে দলে রেখেছে পাক বোর্ড। এছাড়া ঘোষিত স্কোয়াডের তিন ফরমেটের কোনটিতেই রাখা হয়নি উইকেটরক্ষক ব্যাটসম্যান উমর আকমলকে। আর ওপেনার আহমেদ শেহজাদকে শুধুমাত্র টি-টোয়েন্টি ম্যাচের জন্য রাখা হয়েছে। এদিকে, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে থাকছেন না অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান।
টেস্ট দল: বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সামি আসলাম, মিসবাহ-উল-হক (অধিনায়ক), আসাদ শফিক, আজহার আলী, ইউনুস খান, হারিস সোহেল, সাঈদ আজমল, ইয়াসির শাহ, জুলফিকার বাবর, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, সোহেল খান এবং রাহাত আলী।
ওয়ানডে দল: সামি আসলাম, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, আসাদ শফিক, ফাওয়াদ আলম, আজহার আলী, মোহাম্মদ রিজওয়ান, হারিস সোহেল, শোয়েব মাকসুদ, সাঈদ আজমল, ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ, রাহাত আলী, এহসান আদিল ও সোহেল খান।
টি-টোয়েন্টি দল: আহমেদ শেহজাদ, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, মুখতার আহমেদ, শোয়েব মাকসুদ, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান, সাঈদ আজমল, শহীদ আফ্রিদি, সোহেল তানভীর, সাদ নাসিম, ওয়াহাব রিয়াজ, সোহেল খান, উমর গুল ও জুনায়েদ খান।
10:43 PM
Share: