শেষ পর্যন্ত চিত্র নায়িকা হ্যাপীর করা মামলায় জামিন পেলেন টাইগার পেসার রুবেল হোসেন। ৫০ হাজার টাকা বন্ডের মুচলেকায় পুলিশের অভিযোগ পত্র না আসা পর্যন্ত এই জামিন দেয়া হয় রুবেলকে। এতে রুবেলের বিশ্বকাপ খেলা নিয়ে কিছুটা সংশয় কেটে গেলো।
রোববার সকালে রুবেলের আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েসের আদালতে জামিনের আবেদন করেছিলেন।
গত বৃহস্পতিবার চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার করা হয় বাংলাদেশের বিশ্বকাপ দলের সদস্য রুবেল হোসেনকে।
এরপর, দেশের ক্রিকেট ভক্তরা বিশ্বকাপের প্রয়োজনীয়তার জন্য রুবেলের মুক্তির দাবিতে প্রতিবাদ করেন। সে প্রেক্ষিতে রুবেলের আইনজীবী আদালতে তার জামিন আবেদন করেন।
এর আগে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপে টাইগার স্কোয়াডে সুযোগ পেয়েছেন রুবেল। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেছেন, জামিন পেলে রুবেল খেলতে পারবেন বিশ্বকাপ।ওয়েবসাইট।
2:23 PM
Share: