এক সাকিবের ওপর ভরসা করে নয়, বরং দল হিসেবে পারফর্ম করে দ্বিতীয় ওয়ানডেতেও জয়ের প্রত্যাশা জানালেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পাশাপাশি টপ অর্ডারকে আরো দায়িত্ব নিতে হবে বলেও গুরুত্ব দেন তিনি।
অন্যদিকে, জিম্বাবুয়েও বাঁচতে চায় 'সাকিব জুজু' থেকে। কেননা এক সাকিবই ম্যাচে বড় পার্থক্য গড়ে দেন বলে মত জিম্বাবুয়ের কোচের। তাই তাকে আটকানোই দলের মূল চ্যালেঞ্জ বলে মত দেন কোচ ম্যাঙ্গোঙ্গো।
মাশরাফি বিন মুর্তজা বলেন, 'ম্যাচ জিততে হলে একজনকে যেমন ভালো পারফরমেন্স করতে হয়, তেমনি অন্যদেরও সাপোর্ট দিতে হয়। আমাদেরও ভালো করার জায়গা অনেক, টপ-অর্ডারে রান করতে হবে। প্রথম ওয়ানডেতে হয়নি, এটাকে কাটিয়ে উঠতে হবে। টেস্টের মত ভালো করতে হবে সবাইকেই।'
জিম্বাবুয়ের কোচ ম্যাঙ্গোঙ্গো বলেন, 'সাকিব সুপার। তার কাছেই হেরেছি আমরা। তাকে আটকাতে বিশেষ পরিকল্পনা করছি। ব্যাটিং ভাল হয়নি আমাদের। আরো দায়িত্বশীল ইনিংস খেলতে হবে ব্যাটসম্যানদের। তবে-ই স্বাগতিকদের বিপক্ষে জয়ের সুযোগ সৃষ্টি হবে।'ওয়েবসাইট।
8:43 AM
Share: