শুধু জয় নয়, ২০৩ রানের রেকর্ড ব্যবধানে কুয়েতকে হারিয়ে এশিয়ান গেমসে উড়ন্ত এক সূচনা করেছে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল। নির্ধারিত ২০ ওভারে আগে ব্যাট করে ২২৫ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নামা কুয়েত ১৩ ওভারে মাত্র ২১ রান করেই গুটিয়ে যায়।
ইনচিয়নের ইয়েনহুই ক্রিকেট গ্রাউন্ডে টসে হারা বাংলাদেশ আনামুল ও তামিমের ব্যাটে উড়ন্ত সূচনা করে। সেই একই ধারাবাহিকতা চলে মিথুন, সাকিব আর সাব্বিরের ব্যাটে। তবে নীচের সারির ব্যাটসম্যানরা সেই ধারা অব্যাহত রাখতে পারলে রান হতে পারতো আরও।
মিথুনের ২৫ বলে ৫৯, আনামুলের ১৮ বলে ৩৮ ও সাব্বিরের ২৮ বলে ৩৫ রানের সুবাদে শেষ পর্যন্ত ৯ উইকেটে ২২৫ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নামা কুয়েত দেখেছে বাংলাদেশের বোলিং ধার। রান রেটের সাথে কখনই পাল্লা দিয়ে উঠতে না পারা কুয়েতের ব্যাটসম্যানদের কেউই দুই অংকের ঘরে পৌঁছতে পারেননি। শেষ পর্যন্ত বাংলাদেশি স্পিনারদের কাছে ধরাশায়ী হয়ে মাত্র ২১ রানে অল-আউট হয় তারা। আরাফাত সানি ৮ রানে ৪ উইকেট ও মাহমুদুল্লাহ ১ রানে নেন ৩ উইকেট। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষে এখন শ্রীলঙ্কা।ওয়েবসাইট।
ইনচিয়নের ইয়েনহুই ক্রিকেট গ্রাউন্ডে টসে হারা বাংলাদেশ আনামুল ও তামিমের ব্যাটে উড়ন্ত সূচনা করে। সেই একই ধারাবাহিকতা চলে মিথুন, সাকিব আর সাব্বিরের ব্যাটে। তবে নীচের সারির ব্যাটসম্যানরা সেই ধারা অব্যাহত রাখতে পারলে রান হতে পারতো আরও।
মিথুনের ২৫ বলে ৫৯, আনামুলের ১৮ বলে ৩৮ ও সাব্বিরের ২৮ বলে ৩৫ রানের সুবাদে শেষ পর্যন্ত ৯ উইকেটে ২২৫ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নামা কুয়েত দেখেছে বাংলাদেশের বোলিং ধার। রান রেটের সাথে কখনই পাল্লা দিয়ে উঠতে না পারা কুয়েতের ব্যাটসম্যানদের কেউই দুই অংকের ঘরে পৌঁছতে পারেননি। শেষ পর্যন্ত বাংলাদেশি স্পিনারদের কাছে ধরাশায়ী হয়ে মাত্র ২১ রানে অল-আউট হয় তারা। আরাফাত সানি ৮ রানে ৪ উইকেট ও মাহমুদুল্লাহ ১ রানে নেন ৩ উইকেট। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষে এখন শ্রীলঙ্কা।ওয়েবসাইট।
10:12 AM
Share: