এশিয়ান গেমসের হকির
প্রথম ম্যাচেই
শক্তিশালী জাপানের কাছে ৮-০ গোলে হেরেছে
বাংলাদেশ।
দীর্ঘ আড়াই
দিনের ভ্রমণ
ক্লান্তির ধকল মাঠে একেবারে কাটিয়ে
উঠতে পারেনি
বাংলাদেশ দল।
ম্যাচের শুরু থেকেই অনেকটা অগোছালো খেলতে থাকে মিমো-নিলয়রা। গোলের সুযোগ তৈরি করার চেয়ে রক্ষণেই অনেক বেশি মনোযোগী ছিলেন তারা। যার ফলে জাপানীরা বেশ চেপে ধরে বাংলাদেশকে।
সেই সুবাদে প্রথম ৩ কোয়ার্টার শেষে ৫-০ গোলে এগিয়ে যায় জাপানীরা। শেষ কোয়ার্টারে আরো ৩ গোল খাওয়ায় বড় ব্যবধানে হার নিশ্চিত হয় চয়ন-কৃষ্ণাদের
র্যাংকিংয়ে বর্তমানে ১৪ নম্বরে থাকা জাপানিজদের কাছে এটাই বাংলাদেশের সর্বোচ্চ ব্যবধানে হার।ওয়েবসাইট।
ম্যাচের শুরু থেকেই অনেকটা অগোছালো খেলতে থাকে মিমো-নিলয়রা। গোলের সুযোগ তৈরি করার চেয়ে রক্ষণেই অনেক বেশি মনোযোগী ছিলেন তারা। যার ফলে জাপানীরা বেশ চেপে ধরে বাংলাদেশকে।
সেই সুবাদে প্রথম ৩ কোয়ার্টার শেষে ৫-০ গোলে এগিয়ে যায় জাপানীরা। শেষ কোয়ার্টারে আরো ৩ গোল খাওয়ায় বড় ব্যবধানে হার নিশ্চিত হয় চয়ন-কৃষ্ণাদের
র্যাংকিংয়ে বর্তমানে ১৪ নম্বরে থাকা জাপানিজদের কাছে এটাই বাংলাদেশের সর্বোচ্চ ব্যবধানে হার।ওয়েবসাইট।
8:37 AM
Share: