ইতিহাস গড়া হলো
না বাংলাদেশের। শেষ
পর্যন্ত হংকংয়ের
কাছে ২-১ গোলে
হেরে এশিয়ান
গেমস ফুটবলের
প্রথম রাউন্ড
থেকেই বিদায়
নিলো বাংলাদেশ। ফলে
বি গ্রুপের
রানার্স আপ
হিসেবে সেরা
১৬'তে
জায়গা করে
নেয় হংকং। অপর
ম্যাচে আফগানিস্তানকে
৫-০
গোলে হারিয়ে,
গ্রুপ চ্যাম্পিয়ন
হিসেবে ২য়
রাউন্ড নিশ্চিত
করেছে উজবেকিস্তান।
ম্যাচের শুরু থেকেই র্যাংকিংয়ে এগিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে সমানতালে লড়েছে বাংলাদেশ। বল দখলে হংকং এগিয়ে থাকলেও, গোলের বেশ কিছু গোলের সুযোগ তৈরী করেছিল বাংলাদেশ। তবে প্রথমার্ধ গোল শূন্য থেকেই শেষ হয়। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে ৫২ মিনিটে ৩৬ বছর বয়সী স্ট্রাইকার ক্রিশ্চিয়ান কোয়েসি'র গোলে লিড পায় হংকং।
গোল শোধে মরিয়া বাংলাদেশ আগ্রাসী ঢংয়ে খেললেও, ম্যাচের ৭৩ মিনিটে লাম হক হেই গোল করলে ২-০'তে এগিয়ে যায় হংকং। এর ৪ মিনিট পর ওয়েহেদের বদলি হিসেবে নামা আরেক স্ট্রাইকার আমিনুর রহমান সজিব বাংলাদেশের হয়ে একটি গোল শোধ করেন। কিন্তু শেষ পর্যন্ত আর জয় পায় নি বাংলাদেশ।ওয়েবসাইট।
ম্যাচের শুরু থেকেই র্যাংকিংয়ে এগিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে সমানতালে লড়েছে বাংলাদেশ। বল দখলে হংকং এগিয়ে থাকলেও, গোলের বেশ কিছু গোলের সুযোগ তৈরী করেছিল বাংলাদেশ। তবে প্রথমার্ধ গোল শূন্য থেকেই শেষ হয়। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে ৫২ মিনিটে ৩৬ বছর বয়সী স্ট্রাইকার ক্রিশ্চিয়ান কোয়েসি'র গোলে লিড পায় হংকং।
গোল শোধে মরিয়া বাংলাদেশ আগ্রাসী ঢংয়ে খেললেও, ম্যাচের ৭৩ মিনিটে লাম হক হেই গোল করলে ২-০'তে এগিয়ে যায় হংকং। এর ৪ মিনিট পর ওয়েহেদের বদলি হিসেবে নামা আরেক স্ট্রাইকার আমিনুর রহমান সজিব বাংলাদেশের হয়ে একটি গোল শোধ করেন। কিন্তু শেষ পর্যন্ত আর জয় পায় নি বাংলাদেশ।ওয়েবসাইট।
8:36 AM
Share: