শুক্রবার পর্দা উঠছে
এশিয়ার সবচেয়ে
বড় ক্রীড়া
আসর এশিয়ান
গেমসের।
১৭তম এশিয়ান
গেমসের আয়োজক
দক্ষিণ কোরিয়া। এশিয়ার
৪৫ টি
দেশ অংশ
নিচ্ছে এবারের
আসরে।
১৬ দিনের
এ ক্রীড়া
যজ্ঞে লড়াই
করবেন প্রায়
সাড়ে ৯
হাজার অ্যাথলেটস। বাংলাদেশ
এবারের এশিয়ান
গেমসে ১৩
ইভেন্টে অংশ
নিচ্ছে।
অন্যদিকে, লড়াই শুরু আগে উদ্বোধনী
অনুষ্ঠানেও চমক রাখছে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ
সময় বিকাল
৩ টায়
শুরু হবে
উদ্বোধনী অনুষ্ঠান।
এ লড়াই অস্ত্রের নয়। এ লড়াই কথারও নয়। এ লড়াইয়ে থাকে মর্যাদা। থাকে অসীম দেশপ্রেম। যেখানে হতাহত হয় না। রক্ত ঝড়ে না। থাকে ভ্রাতৃত্বের বন্ধন। থাকে নিজের সামর্থ্যের প্রমাণ দেয়ার মোক্ষম মাধ্যম। যেখানে অর্জনগুলো হয়ে যায় গর্বের প্রতীক। খেলাধুলা দিয়ে সম্মান আনা'র এ গেমসই এশিয়ান গেমস।
এশিয়ার দেশগুলোর মিলনমেলার আসর এটি। যেখানে এক মঞ্চে লড়াই করে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। যাকে ঘিরে চার বছর পরপর মেতে ওঠে বিশ্বের সবচেয়ে বড় মহাদেশেরর শতকোটি মানুষ। এবারও যার ব্যতিক্রম নয়। এশিয়ান গেমসের ১৭ তম আসরের জন্য প্রস্তুত দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন শহর। এবারের এশিয়ান গেমসের মুল স্লোগান\" বৈচিত্র্য এখানে উজ্জ্বল\"। আসলেই নানা বৈচিত্র্য নিয়ে হাজির হয় এশিয়ার ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসরটি।
এবারের আসরে অংশ নিচ্ছে এশিয়ার ৪৫ টি দেশ। যেখানে ৩৬ টি ডিসিপ্লিনে ৪৩৯ ইভেন্টে লড়াই করবেন মোট প্রায় সাড়ে ৯ হাজার অ্যাথলেটস। যার মধ্যে বাংলাদেশ থেকেই অংশ নিচ্ছেন ১২৬ জন । ইনচিয়ন এশিয়ান গেমসের মোট ভেন্যু ৪৯ টি। প্রশান ভ্যেনু প্রায় ৬২ হাজার দর্শক ধারনের ইনচিয়ন স্টেডিয়াম।
উদ্বোধনী অনুষ্ঠানেও চমক রাখছে ইতিহাস আর এতিহ্যের দেশ দক্ষিণ কোরিয়া। প্রায় ১০ হাজার পারফর্মার অংশ নিবেন এ অনুষ্ঠানে। যেখানে শৈল্পিকতার সঙ্গে প্রযুক্তির মিশেলে তুলে ধরা হবে এশিয়ার সংস্কৃতি। যাতে উচ্চারিত হবে এশিয়ার দেশগুলোর একতা ও বন্ধন।
বাংলাদেশের হয়ে এ আসরে লাল সবুজের পতাকা বহন করবেন কমনওয়েলথ গেমসে রুপা জয়ী শুটার আবদুল্লাহ হেল বাকী। এছাড়া, গেলো বার ক্রিকেটে সোনাসহ তিনটি পদক জিতেছিলো লাল সবুজের প্রতিনিধিরা। এবার লক্ষ্যটা আরো বড়। তবে, পদক জয়ের চেয়ে এশিয়ার ক্রীড়াঙ্গনের মিলনমেলাই হয়ে ওঠে এ আসরের মূল প্রতিপাদ্য।ওয়েবসাইট।
এ লড়াই অস্ত্রের নয়। এ লড়াই কথারও নয়। এ লড়াইয়ে থাকে মর্যাদা। থাকে অসীম দেশপ্রেম। যেখানে হতাহত হয় না। রক্ত ঝড়ে না। থাকে ভ্রাতৃত্বের বন্ধন। থাকে নিজের সামর্থ্যের প্রমাণ দেয়ার মোক্ষম মাধ্যম। যেখানে অর্জনগুলো হয়ে যায় গর্বের প্রতীক। খেলাধুলা দিয়ে সম্মান আনা'র এ গেমসই এশিয়ান গেমস।
এশিয়ার দেশগুলোর মিলনমেলার আসর এটি। যেখানে এক মঞ্চে লড়াই করে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। যাকে ঘিরে চার বছর পরপর মেতে ওঠে বিশ্বের সবচেয়ে বড় মহাদেশেরর শতকোটি মানুষ। এবারও যার ব্যতিক্রম নয়। এশিয়ান গেমসের ১৭ তম আসরের জন্য প্রস্তুত দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন শহর। এবারের এশিয়ান গেমসের মুল স্লোগান\" বৈচিত্র্য এখানে উজ্জ্বল\"। আসলেই নানা বৈচিত্র্য নিয়ে হাজির হয় এশিয়ার ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসরটি।
এবারের আসরে অংশ নিচ্ছে এশিয়ার ৪৫ টি দেশ। যেখানে ৩৬ টি ডিসিপ্লিনে ৪৩৯ ইভেন্টে লড়াই করবেন মোট প্রায় সাড়ে ৯ হাজার অ্যাথলেটস। যার মধ্যে বাংলাদেশ থেকেই অংশ নিচ্ছেন ১২৬ জন । ইনচিয়ন এশিয়ান গেমসের মোট ভেন্যু ৪৯ টি। প্রশান ভ্যেনু প্রায় ৬২ হাজার দর্শক ধারনের ইনচিয়ন স্টেডিয়াম।
উদ্বোধনী অনুষ্ঠানেও চমক রাখছে ইতিহাস আর এতিহ্যের দেশ দক্ষিণ কোরিয়া। প্রায় ১০ হাজার পারফর্মার অংশ নিবেন এ অনুষ্ঠানে। যেখানে শৈল্পিকতার সঙ্গে প্রযুক্তির মিশেলে তুলে ধরা হবে এশিয়ার সংস্কৃতি। যাতে উচ্চারিত হবে এশিয়ার দেশগুলোর একতা ও বন্ধন।
বাংলাদেশের হয়ে এ আসরে লাল সবুজের পতাকা বহন করবেন কমনওয়েলথ গেমসে রুপা জয়ী শুটার আবদুল্লাহ হেল বাকী। এছাড়া, গেলো বার ক্রিকেটে সোনাসহ তিনটি পদক জিতেছিলো লাল সবুজের প্রতিনিধিরা। এবার লক্ষ্যটা আরো বড়। তবে, পদক জয়ের চেয়ে এশিয়ার ক্রীড়াঙ্গনের মিলনমেলাই হয়ে ওঠে এ আসরের মূল প্রতিপাদ্য।ওয়েবসাইট।
10:30 AM
Share: