থেমে
গেল সকল আয়োজন, সকল
উচ্ছ্বাস। কেউ
হতাশ, কেউবা উল্লসিত — এমন
অনেক আবেগ নিয়ে শেষ
হয়ে গেল ফুটবল বিশ্বকাপ। তবে,
এখনও রয়ে গেছে বিশ্বকাপের
আমেজ। রেখে
গেল কিছু প্রচণ্ড রোমাঞ্চকর
স্মৃতি। সেই
স্মৃতি হাতরে বিশ্বকাপের সেরা
একাদশ নির্বাচন করেছে ফুটবল বিশ্বের
সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
১১ জনের দলে জায়গা
পাননি আর্জেন্টিনার লিওনেল মেসি কিংবা
ব্রাজিলের নেইমার জুনিয়রের মত
তারকারা। আর্জেন্টিনার
হ্যাভিয়ের মাশেরানো কিংবা পাবলো জাবালেতারাও
ছিলেন না। জার্মানির
বাস্তেইন শোয়েন্সটেইগার কিংবা বিশ্বকাপের ইতিহাসে
সর্বোচ্চ গোল করা মিরোস্লাভ
ক্লোসারা এই তালিকায় জায়গা
করে নিতে পারেননি।
তবে আছেন ম্যানুয়েল নয়ার,
আরিয়েন রোবেন, টমাস মুলারের মত
তারকারা।
বিশ্বচ্যাম্পিয়ন জার্মান দলেরই প্রতিনিধি বেশি। দলটি থেকে ফিফার সেরা একাদশে জায়গা করে নিয়েছেন মোট পাঁচ জন খেলোয়াড়। রানার আপ হলেও আর্জেন্টিনার আছেন মাত্র একজন। তিনি হলেন রক্ষণভাগের খেলোয়াড় মার্কো রোহো। সেমিফাইনালের বাকি দুটি দল নেদারল্যান্ডস ও ব্রাজিল থেকে এই দলে জায়গা পেয়েছেন দু'জন করে খেলোয়াড়। কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে যাওয়া মাত্র একটি দলেরই প্রতিনিধিত্ব আছে এই একাদশে। তিনি হলেন কলম্বিয়ার জেমস রড্রিগেজ। ওয়েবসাইট।
পাঠকদের জন্য একাদশটা তুলে ধরা হল :
বিশ্বচ্যাম্পিয়ন জার্মান দলেরই প্রতিনিধি বেশি। দলটি থেকে ফিফার সেরা একাদশে জায়গা করে নিয়েছেন মোট পাঁচ জন খেলোয়াড়। রানার আপ হলেও আর্জেন্টিনার আছেন মাত্র একজন। তিনি হলেন রক্ষণভাগের খেলোয়াড় মার্কো রোহো। সেমিফাইনালের বাকি দুটি দল নেদারল্যান্ডস ও ব্রাজিল থেকে এই দলে জায়গা পেয়েছেন দু'জন করে খেলোয়াড়। কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে যাওয়া মাত্র একটি দলেরই প্রতিনিধিত্ব আছে এই একাদশে। তিনি হলেন কলম্বিয়ার জেমস রড্রিগেজ। ওয়েবসাইট।
পাঠকদের জন্য একাদশটা তুলে ধরা হল :
গোলরক্ষক
|
ম্যানুয়েল নয়্যার (জার্মানি)
|
রক্ষণভাগ
|
স্টেফান
ডি ভ্রিজ (নেদারল্যান্ডস), ম্যাট হামেলস (জার্মানি), থিয়াগো সিলভা (ব্রাজিল), মার্কো রোহো (আর্জেন্টিনা)
|
মধ্যমাঠ
|
টনি
ক্রুস (জার্মানি), অস্কার (ব্রাজিল), ফিলিপ লাম (জার্মানি), জেমস
রড্রিগেজ (কলম্বিয়া)
|
আক্রমণভাগ
|
আরিয়েন
রোবেন (নেদারল্যান্ডস), টমাস মুলার (জার্মানি)
|
11:10 AM
Share: