রোনালদো পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলেন, যাদের হয়ে ২০০৩ সালের আগস্ট মাসে কাজাকিস্তানের বিরুদ্ধে তার অভিষেক ঘটে। তিনি জাতীয় দলের হয়ে ১০০ এর অধিক ম্যাচ খেলেছেন এবং যৌথভাবে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলের অধিকারী। তিনি পর্তুগালের হয়ে প্রধান ৫টি টুর্নামেন্ট; ২০০৪ উয়েফা ইউরো, ২০০৬ ফিফা বিশ্বকাপ, ২০০৮ উয়েফা ইউরো, ২০১০ ফিফা বিশ্বকাপএবং ২০১২ উয়েফা ইউরোতে অংশগ্রহণ করেছেন। ২০০৪ সালের উয়েফা ইউরোর প্রথম খেলায়, গ্রিসের বিরুদ্ধে তিনি তার প্রথম আন্তর্জাতিক গোল করেন। ২০০৮ সালের জুলাই মাসে পর্তুগালের অধিনায়ক হন এবং ২০১২ সালের উয়েফা ইউরোতে অধিনায়ক হিসেবে দলকে সেমি-ফাইনালে নিয়ে যান এবং প্রতিযোগিতায় সর্বোচ্চ গোল করেন।
তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে ঐতিহ্যবাহী ৭নং জার্সি পড়ে খেলতেন, যা পুর্বেজর্জ বেস্ট, এরিক ক্যান্তনা এবং ডেভিড বেকহ্যামের মত তারকারা পড়তেন। রিয়াল মাদ্রিদে প্রথম বছর তিনি ৯ নং জার্সি নিয়ে খেলেন। রিয়াল মাদ্রিদ লিজেন্ডরাউলের ক্লাব ছাড়ার পর রোনালদো ৭ নং জার্সি লাভ করেন এবং এখন পর্যন্ত সেটি পড়েই খেলছেন।
ব্যাক্তিগত
উয়েফা চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের সেরা দল (২): ২০০৪, ২০১২
ব্রাভো অ্যাওয়ার্ড (১): ২০০৪
উয়েফা বর্ষসেরা দল (৮): ২০০৪, ২০০৭, ২০০৮, ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩
স্যার ম্যাট বাসবি বর্ষসেরা খেলোয়াড় (৩): ২০০৩-০৪, ২০০৬-০৭, ২০০৭-০৮
ফিফপ্রো সেরা তরুণ খেলোয়াড়( দর্শক ভোটে) (২): ২০০৫, ২০০৬
পিএফএ প্রিমিয়ার লীগ সেরা একাদশ (৪): ২০০৫-০৬, ২০০৬-০৭, ২০০৭-০৮, ২০০৮-০৯
পিএফএ বর্ষসেরা তরুণ খেলোয়াড় (১): ২০০৬-০৭
পিএফএ বর্ষসেরা খেলোয়াড়( খেলোয়াড়দের ভোটে) (২): ২০০৬-০৭, ২০০৭-০৮
পিএফএ বর্ষসেরা খেলোয়াড়( দর্শকদের ভোটে) (২): ২০০৬-০৭, ২০০৭-০৮
এফডব্লিউএ বর্ষসেরা খেলোয়াড় (২): ২০০৬-০৭, ২০০৭-০৮
বার্কলেস বর্ষসেরা খেলোয়াড় (২): ২০০৬-০৭, ২০০৭-০৮
প্রিমিয়ার লীগ মাসের সেরা খেলোয়াড় (৪): নভেম্বর ২০০৬, ডিসেম্বর ২০০৬, জানুয়ারি ২০০৮, মার্চ ২০০৮
পর্তুগিজ ক্রীড়া ব্যক্তিত্ব: ২০০৬
পর্তুগিজ বর্ষসেরা ফুটবলার: ২০০৭
ইএসএম বর্ষসেরা একাদশ (৪): ২০০৬-০৭, ২০০৭–০৮, ২০১০–১১, ২০১১–১২
প্রিমিয়ার লীগ গোল্ডেন বুট (১): ২০০৭-০৮
ইউরোপিয়ান গোল্ডেন শু (২): ২০০৭-০৮, ২০১০-১১
ফিফাপ্রো বিশ্ব একাদশ (৭): ২০০৭, ২০০৮, ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩
উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ সর্বোচ্চ গোলদাতা (২): ২০০৭-০৮, ২০১২-১৩
উয়েফা ক্লাব সেরা ফরওয়ার্ড (১): ২০০৭–০৮
উয়েফা ক্লাব বিশ্বসেরা খেলোয়াড় (১): ২০০৭-০৮
ফিফা বিশ্বকাপ সিলভার বল (১): ২০০৮
বালোঁ দ’অর (১): ২০০৮
ফিফা বিশ্বসেরা খেলোয়াড় (১): ২০০৮
ফিফপ্রো বিশ্বসেরা খেলোয়াড় (১): ২০০৮
ওনজে দ’অর (১): ২০০৮
ওয়ার্ল্ড সকার ম্যাগাজিন বিশ্বসেরা খেলোয়াড় (২): ২০০৮, ২০১৩
ফিফা পুস্কাস অ্যাওয়ার্ড (১): ২০০৯
লা লীগা সর্বোচ্চ গোলদাতা (১): ২০১০-১১
কোপা দেল রে সর্বোচ্চ গোলদাতা (১): ২০১০-১১
গ্লোব সেরা খেলোয়াড় (২): ২০১১, ২০১৩
ট্রফেও আলফেদ্রো দে স্তেফানো (২): ২০১১-১২, ২০১২-১৩
এলএফপি মূল্যবান খেলোয়াড় (১): ২০১২–১৩
আইএফএফএইসএস বিশ্বসেরা সর্বোচ্চ গোলদাতা : ২০১৩
ফিফা বালোঁ দ’অর (১): ২০১৩
11:25 PM
Share: