
রিয়াল মাদ্রিদ লা
লিগায় নিজেদের
শেষ ম্যাচে
আজ মুখোমুখি
হচ্ছে এসিপানিওলের। এই
ম্যাচের ফলাফল
লা লিগা
শিরোপার ফলাফল
নির্ধারণে কোন ভূমিকা রাখবে না
সেটা নিশ্চিত
হয়ে গেছে
আগেই।
তবে, সান্তিয়াগো
বার্নাব্যুতে আজ একটি মাত্র গোল
করতে পারলেই
এই মৌসুমে
ইউরোপিয়ান গোল্ডেন বুট প্রায় নিশ্চিত
করে ফেলবেন
ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও, চ্যাম্পিয়ন্স
লিগ ফাইনালে
পুরো ফিট
রোনালদোকে পেতে এ ম্যাচে তাকে
বিশ্রাম দেয়ার
আভাস দিয়েছে
রিয়ালের মেডিক্যাল
স্টাফরা।
দারুণ ছন্দে থাকা রোনালদো সব ধরনের প্রতিযোগিতা মিলে এ মৌসুমে পেরিয়ে গেছেন পঞ্চাশ গোলের মাইলফলক। গড়েছেন চ্যাম্পিয়ন্স লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড। ৩১ গোল করে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পিচিচি ট্রফিটাও নিশ্চিত প্রায়। কারণ, এখানে তার অন্য দুই প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও দিয়েগো কস্তার গোলসংখ্যা যথাক্রমে ২৮ ও ২৭। আর যদি ইউরোপের সবগুলো লিগ ধরা হয় তাহলে রোনালদোর সমান গোল করেছেন শুধু একজনই। লিভারপুলের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটানো লুইস সুয়ারেজের গোলসংখ্যাও রোনালদোর সমান। যদিও, মাঠে সুয়ারেজের চাইতে কম সময় কাটানোর সুবাদে তার চাইতে এগিয়ে আছেন রোনালদোই।
তবে এই কঠিন হিসাবে না গিয়ে সর্বোচ্চ গোলের পুরস্কারটি এককভাবেই দখল করতে চাইছেন রোনালদো। জানিয়েছেন নিজের শারীরিক সুস্থতার কথাও। তবে, ক্লাব বলছে এসপানিওলের বিরুদ্ধে ম্যাচের চাইতে লিসবনে আগামী ২৪ তারিখ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের দিকেই দৃষ্টি তাদের। সুতরাং, ঐ ম্যাচে যেন শতভাগ সুস্থ রোনালদোকে পাওয়া যায় সেটাই আগে নিশ্চিত করবেন তারা। ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হলো তেমনটাই, 'যদি একটা ম্যাচে তাকে বিশ্রাম দেয়ার কথা ভাবা হয়, তাহলে সেটা হবে এটাই (আজকের ম্যাচ)।
এদিকে ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ের চিন্তা কিছুটা হলেও পেয়ে বসেছে সুয়ারেজকেও। তাই আজ লা লিগা শিরোপার দিকে নয় বরং রিয়াল মাদ্রিদের ম্যাচের দিকেই তার দৃষ্টি থাকবে বলে জানিয়েছেন এই উরুগুইয়ান, 'গোল করার জন্য যা কিছু প্রয়োজন তার সব কিছুই আমি করেছি। ক্রিশ্চিয়ানো এবং মেসির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তবে তাদের খেলা দেখে মনে হয় গোল করাটা যেন খুব সহজ। আমি যদি রিয়াল মাদ্রিদের কথা ভাবি তাহলে আমি শুধু এটাই চাই যে, ক্রিশ্চিয়ানো যেন (আজ) গোল না পায়!'
আগামী মৌসুমে রিয়াল অথবা বার্সেলোনায় আসার সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হাত দিয়ে বল আটকে বিতর্কের জন্ম দেয়া সুয়ারেজ বলেন, 'এটা আসলে একটা ধারণা মাত্র। লিভারপুলের সঙ্গে আমি চুক্তিবদ্ধ এবং সেখানে আমি সুখেই আছি। এখানে সময়টা দারুণ উপভোগ করছি আমি। এখন আমার ভাবনায় শুধুই বিশ্বকাপ।ওয়েবসাইট।
দারুণ ছন্দে থাকা রোনালদো সব ধরনের প্রতিযোগিতা মিলে এ মৌসুমে পেরিয়ে গেছেন পঞ্চাশ গোলের মাইলফলক। গড়েছেন চ্যাম্পিয়ন্স লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড। ৩১ গোল করে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পিচিচি ট্রফিটাও নিশ্চিত প্রায়। কারণ, এখানে তার অন্য দুই প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও দিয়েগো কস্তার গোলসংখ্যা যথাক্রমে ২৮ ও ২৭। আর যদি ইউরোপের সবগুলো লিগ ধরা হয় তাহলে রোনালদোর সমান গোল করেছেন শুধু একজনই। লিভারপুলের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটানো লুইস সুয়ারেজের গোলসংখ্যাও রোনালদোর সমান। যদিও, মাঠে সুয়ারেজের চাইতে কম সময় কাটানোর সুবাদে তার চাইতে এগিয়ে আছেন রোনালদোই।
তবে এই কঠিন হিসাবে না গিয়ে সর্বোচ্চ গোলের পুরস্কারটি এককভাবেই দখল করতে চাইছেন রোনালদো। জানিয়েছেন নিজের শারীরিক সুস্থতার কথাও। তবে, ক্লাব বলছে এসপানিওলের বিরুদ্ধে ম্যাচের চাইতে লিসবনে আগামী ২৪ তারিখ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের দিকেই দৃষ্টি তাদের। সুতরাং, ঐ ম্যাচে যেন শতভাগ সুস্থ রোনালদোকে পাওয়া যায় সেটাই আগে নিশ্চিত করবেন তারা। ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হলো তেমনটাই, 'যদি একটা ম্যাচে তাকে বিশ্রাম দেয়ার কথা ভাবা হয়, তাহলে সেটা হবে এটাই (আজকের ম্যাচ)।
এদিকে ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ের চিন্তা কিছুটা হলেও পেয়ে বসেছে সুয়ারেজকেও। তাই আজ লা লিগা শিরোপার দিকে নয় বরং রিয়াল মাদ্রিদের ম্যাচের দিকেই তার দৃষ্টি থাকবে বলে জানিয়েছেন এই উরুগুইয়ান, 'গোল করার জন্য যা কিছু প্রয়োজন তার সব কিছুই আমি করেছি। ক্রিশ্চিয়ানো এবং মেসির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তবে তাদের খেলা দেখে মনে হয় গোল করাটা যেন খুব সহজ। আমি যদি রিয়াল মাদ্রিদের কথা ভাবি তাহলে আমি শুধু এটাই চাই যে, ক্রিশ্চিয়ানো যেন (আজ) গোল না পায়!'
আগামী মৌসুমে রিয়াল অথবা বার্সেলোনায় আসার সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হাত দিয়ে বল আটকে বিতর্কের জন্ম দেয়া সুয়ারেজ বলেন, 'এটা আসলে একটা ধারণা মাত্র। লিভারপুলের সঙ্গে আমি চুক্তিবদ্ধ এবং সেখানে আমি সুখেই আছি। এখানে সময়টা দারুণ উপভোগ করছি আমি। এখন আমার ভাবনায় শুধুই বিশ্বকাপ।ওয়েবসাইট।
9:36 PM
Share: