
১৮ বছরের অপেক্ষার অবসান হলো অ্যাতলেটিকো মাদ্রিদের। লিগের শেষ ম্যাচে বার্সেলোনার সাথে ১-১ এ ড্র করেই, ২০১৩-১৪ মৌসুমের স্প্যানিশ প্রিমেরা লিগার সেরার মুকুট পড়লো অ্যাতলেটিকো। ৩৮ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে শিরোপা জিতলো রোজিব্ল্যাঙ্কোসরা। সমান ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে ২য় স্থানে থেকে মৌসুম শেষ করলো বার্সা। শিরোপা জিততে বার্সার চাই জয় আর অ্যাতলেটিকোর ড্র। এমন সমীকরণে মাঠে নেমে, শুরু থেকে দু দলই বেশ আক্রমণাত্মক খেলতে থাকে। তবে ম্যাচের ১৫ মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন অ্যাতলেটিকোর দিয়েগো কস্তা। তার ৪ মিনিট বাদে তাদের আরেক তারকা, আর্দা তুরানও একই কারণে মাঠ ছাড়েন। যাতে অ্যাতলেটিকোর আক্রমণের ধার কিছুটা কমে গেলে, সেই সুযোগ কাজে লাগায় বার্সা। আর ম্যাচের ৩৪ মিনিটে দারুণ এক গোল করে স্বাগতিকদের লিড এনে দেন অ্যালেক্সিস সানচেজ। ম্যাচে সমতা আনতে মরিয়া অ্যাতলেটিকো, বিরতির পরই পেয়ে যায় লাইফ লাইন। ৪৯ মিনিটে অ্যাতলেটিকোর দিয়েগো গডিন ম্যাচে সমতা আনেন। এরপর অবশ্য দু দলই গোলের বেশ কিছু সুযোগ পায়। কিন্তু তাতে কাজ না হলে, শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। আর এতেই ৯০ পয়েন্ট নিয়ে শিরোপা জিতলো রোজিব্ল্যাঙ্কোসরা।ওয়েবসাইট।
8:08 AM
Share: