
জেরার্ডো
মার্টিনো কি পারবেন বার্সেলোনার মতো শীর্ষ ক্লাবের কোচের দায়িত্ব সামলাতে? এমন সংশয় শুরু থেকেই
ছিল অনেকের। দক্ষিণ আমেরিকায় অনেক সফলতা পেলেও ইউরোপিয়ান ফুটবলের কোনো অভিজ্ঞতাই
যে ছিল না আর্জেন্টাইন এই কোচের। সন্দেহ-সংশয় উড়িয়ে দিয়ে শুরুটা অবশ্য ভালোভাবেই
করেছিলেন মার্টিনো। কিন্তু শেষরক্ষা করতে পারলেন না। ছয় মৌসুম পর
লিগ-কাপ-চ্যাম্পিয়নস লিগ—প্রধান তিন শিরোপার কোনোটাই না জিতে না জিতেই শেষ
হলো কাতালানদের এবারের মৌসুম। ব্যর্থতার দায় মেনে নিয়ে মার্টিনোও শেষ করলেন
বার্সা-অধ্যায়। গতকাল লা লিগার শিরোপা হাতছাড়া হয়ে যাওয়ার পরপরই কোচের দায়িত্ব
ছেড়ে দেওয়ার ঘোষণা দেন ‘টাটা’ মার্টিনো।
বার্সেলোনার কোচ হিসেবে যে আর তাঁকে দেখা যাবে না, এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন দক্ষিণ আমেরিকান ফুটবলের অন্যতম সফল এই কোচ। গতকাল শুধু আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন বিদায়বার্তা। কোনো শিরোপা না জিতেই মৌসুম শেষ করায় সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন মার্টিনো, ‘বার্সেলোনার কোচের পদ থেকে বিদায় নেওয়ার ব্যাপারে আমি ক্লাবের সঙ্গে ঐকমত্যে পৌঁছেছি। সমর্থকদের যেমন প্রত্যাশা ছিল, সেটা আমরা পূরণ করতে পারিনি। সে জন্য সবার কাছে ক্ষমা চাইছি। এই ক্লাব বছরের পর বছর ধরে যেরকম সাফল্যের দেখা পেয়েছে, সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারিনি। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি কিন্তু প্রতিপক্ষ দল আমাদের চেয়ে ভালো খেলেছে।’
বার্সেলোনার কোচ হিসেবে যে আর তাঁকে দেখা যাবে না, এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন দক্ষিণ আমেরিকান ফুটবলের অন্যতম সফল এই কোচ। গতকাল শুধু আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন বিদায়বার্তা। কোনো শিরোপা না জিতেই মৌসুম শেষ করায় সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন মার্টিনো, ‘বার্সেলোনার কোচের পদ থেকে বিদায় নেওয়ার ব্যাপারে আমি ক্লাবের সঙ্গে ঐকমত্যে পৌঁছেছি। সমর্থকদের যেমন প্রত্যাশা ছিল, সেটা আমরা পূরণ করতে পারিনি। সে জন্য সবার কাছে ক্ষমা চাইছি। এই ক্লাব বছরের পর বছর ধরে যেরকম সাফল্যের দেখা পেয়েছে, সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারিনি। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি কিন্তু প্রতিপক্ষ দল আমাদের চেয়ে ভালো খেলেছে।’
3:52 PM
Share: