ওয়েস্টহ্যাম ইউনাইটেড ম্যানেজার ডেভিড ময়েস বিশ্বের যেকোন ক্লাবকেই পরিচালনা করার মত সক্ষমতা তার আছে। এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে নিজের যোগ্যতার প্রমাণ দিতে তিনি মুখিয়ে আছেন। ম্যানেচস্টার ইউনাইটেড, রিয়াল সোসিয়েদাদ সান্ডারল্যান্ডের ব্যর্থতার আগে ১১ বছর এভারটনের দায়িত্বে ছিলেন এই স্কটিশ।
নভেম্বরে স্লাভেন বিলিচের বরখাস্তের পরে ওয়েস্টহ্যামে তার স্থালিভিষিক্ত হন ময়েস। মৌসুমের শুরুটা ভাল না হরেও লন্ডনের ক্লাবটিকে টেনে তোলার জন্য ময়েস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে তিনি বেশ সফলও হয়েছেন। শনিবার ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার আগ পর্যন্ত তিন ম্যাচে অপরাজিত আছে হ্যামারসা।
ময়েস বলেছেন, আমি বিশ্বাস করি বিশ্বের যেকোন ক্লাবেই কোচের দায়িত্ব পালনে আমি সক্ষম। সে কারণেই আমি নিশ্চিত ওয়েষ্টহ্যামেও আমি এটা করে দেখাতে পারবো। ময়েস যখন দলের দায়িত্ব নেন তখন ওয়েস্টহ্যাম রেলিগেশন জোনে ছিল। চার জয়ে ১৭ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের ১৫ নম্বরে উঠে এসেছে দলটি। তিনি বলেন, আমি এখানে কিছু করে দেখাতে এসেছি। কেউ যদি আসে তবে তাকেও নিজেকে প্রমাণ করতে হবে। নিজের মানটা প্রমাণই এখানে জরুরি।
নভেম্বরে স্লাভেন বিলিচের বরখাস্তের পরে ওয়েস্টহ্যামে তার স্থালিভিষিক্ত হন ময়েস। মৌসুমের শুরুটা ভাল না হরেও লন্ডনের ক্লাবটিকে টেনে তোলার জন্য ময়েস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে তিনি বেশ সফলও হয়েছেন। শনিবার ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার আগ পর্যন্ত তিন ম্যাচে অপরাজিত আছে হ্যামারসা।
ময়েস বলেছেন, আমি বিশ্বাস করি বিশ্বের যেকোন ক্লাবেই কোচের দায়িত্ব পালনে আমি সক্ষম। সে কারণেই আমি নিশ্চিত ওয়েষ্টহ্যামেও আমি এটা করে দেখাতে পারবো। ময়েস যখন দলের দায়িত্ব নেন তখন ওয়েস্টহ্যাম রেলিগেশন জোনে ছিল। চার জয়ে ১৭ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের ১৫ নম্বরে উঠে এসেছে দলটি। তিনি বলেন, আমি এখানে কিছু করে দেখাতে এসেছি। কেউ যদি আসে তবে তাকেও নিজেকে প্রমাণ করতে হবে। নিজের মানটা প্রমাণই এখানে জরুরি।
Source : www.ittefaq.com.bd
3:47 PM
Share: