দলের বোঝা হয়ে থাকতে চান না টাইগারদের ওপেনার তামিম ইকবাল। সদ্য ইনজুরি হতে ফেরা তামিম চান, শতভাগ ফিট থেকে দলের হয়ে অবদান রাখতে। এজন্য চিকিৎসার পাশাপাশি নিয়মিত অনুশীলনও করছেন এই টাইগার ব্যাটসম্যান। সেই সঙ্গে দলের এ অভিজ্ঞ ক্রিকেটার জানান, বিশ্বকাপে টাইগাররা যদি ব্যাটিংয়ে শুরুটা দুর্দান্ত করতে পারে, তাহলে ভাল করবে বাংলাদেশ। রোববার অস্ট্রেলিয়ার ব্রিসবেনে যাচ্ছেন তামিম।
শীতের সকাল, কুয়াশায় ঢাকা মাঠ। বিশ্বকাপের স্কোয়াডের সব সদস্য যখন অস্ট্রেলিয়ার পথে তখন ব্যতিক্রম টাইগার ওপেনার তামিম। ইনজুরি'র থাবায় আটকে গেছে দলের সঙ্গে যাওয়াটা। তবে দমে যাননি। না দমেন নি কোচ হাথুরুসিংহেও। সকাল বেলায় তিনিও হাজির তার দলছুট এই সদস্যকে প্রস্তুত করতে।
গুরু শীষ্যের এমন ছোট ছোট কথোপকথন আর শেষ মুহূর্তের টিপস। সবই যেন ভাগাভাগি করা হয়েছে। অনুপ্রেরণা খোঁজা বিশ্বকাপে এর আগে ১৫ ইনিংসে ৩৭০ রানের মালিক সদ্য ইনজুরি হতে ফেরা তামিমও বাধ্য ছাত্রের মত নেটে মিরপুরের উইকেটে অনুশীলন করেছেন।ওয়েবসাইট।
শীতের সকাল, কুয়াশায় ঢাকা মাঠ। বিশ্বকাপের স্কোয়াডের সব সদস্য যখন অস্ট্রেলিয়ার পথে তখন ব্যতিক্রম টাইগার ওপেনার তামিম। ইনজুরি'র থাবায় আটকে গেছে দলের সঙ্গে যাওয়াটা। তবে দমে যাননি। না দমেন নি কোচ হাথুরুসিংহেও। সকাল বেলায় তিনিও হাজির তার দলছুট এই সদস্যকে প্রস্তুত করতে।
গুরু শীষ্যের এমন ছোট ছোট কথোপকথন আর শেষ মুহূর্তের টিপস। সবই যেন ভাগাভাগি করা হয়েছে। অনুপ্রেরণা খোঁজা বিশ্বকাপে এর আগে ১৫ ইনিংসে ৩৭০ রানের মালিক সদ্য ইনজুরি হতে ফেরা তামিমও বাধ্য ছাত্রের মত নেটে মিরপুরের উইকেটে অনুশীলন করেছেন।ওয়েবসাইট।
10:38 PM
Share: