কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো অ্যাতলেটিকো মাদ্রিদ। গতকাল ঘরের মাঠে কোপা দেল রে’র শেষ ১৬‘র দ্বিতীয় লেগে আইদাকে ৩-০ গোলে হারায় তারা। প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে ৪-০ গোলে জয় পাওয়ায় দুই লেগ মিলিয়ে ৭-০ অ্যাগ্রিগেটে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো অ্যাতলেটিকো মাদ্রিদ। প্রথম লেগে বড় জয় থাকা সত্তেও গতকাল পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামেন কোচ দিয়েগো সিমিওনে। প্রথম একাদশে রাখেন দলের দুই তারকা স্ট্রাইকার দিয়েগো কস্তা ও ফার্নান্দো তোরেসকে। তবে কেউই দলের জন্য কাঙ্কিত গোল এনে দিতে পারেননি।
ম্যাচের ৫৭ মিনিটে গোল করে অ্যাতলেটিকো মাদ্রিদকে এগিয়ে দেন বেলজিয়ান ফরোয়ার্ড ইয়ানিক কারাসকো। অ্যাতলেটিকোর হয়ে বকি দু গোল করেন কেভিন গ্যামেইরো ও ভিতোলো। রাতের অন্য ম্যাচে লাস পালমাসকে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ভ্যালেন্সিয়া। অবশ্য প্রথম লেগে লাস পালমাসের মাঠে ১-১ গোলে ড্র করে ভ্যালেন্সিয়া। এ ম্যাচে হ্যাটট্রিক করেন ভ্যালেন্সিয়ার আর্জেন্টাইন স্ট্রাইকার লুসিয়ানো ভিয়েত্তো। দলের পক্ষে আরেকটি গোল করেন নেমাঞ্জা ম্যাকসিমোভিচ।
Source :mzamin
11:55 PM
Share: