জাতীয় দলের পেসার রুবেল হোসেনের বিষয়টি একান্তই তার ব্যক্তিগত। বিশ্বকাপের দল নির্বাচনে এর প্রভাব পড়বে না। তবে, ঢাকা লিগের ম্যাচ খেলা ও সাম্প্রতিক পারফর্মেন্স বিবেচনা করেই চূড়ান্ত দল ঘোষণা করা হবে বলে জানান প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
এছাড়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সিমিং কন্ডিশন টাইগারদের জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করেন সাবেক অধিনায়করা। এজন্য স্পিন ও পেস বোলিংয়ের মিশেলে ভারসাম্যপূর্ণ একটা দল ঘোষণা করা উচিত বলেও মত তাদের।
বছরের শুরুতে টাইগারাদের যে হতাশা, ব্যর্থতা ও পারফর্মেন্সের ঘাটতি ছিলো। বছরের শেষে এসে তা যেন উড়ে গেলো। যদিওবা প্রতিপক্ষ বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে পেছনের দল জিম্বাবুয়ে। অবশ্য তার জন্য ফুল মার্কসই তো পেলো বাংলাদেশ দলের ক্রিকেটাররা। টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করছে টাইগাররা।
হারানো আত্মবিশ্বাস ফিরি পাওয়ার পর, এখন দরজায় কড়া নাড়ছে ক্রিকেটের সর্ব্বোচ্চ মঞ্চ, বিশ্বকাপ। আর এবারের বিশ্বকাপে টাইগারদের জন্য চ্যালেঞ্জের বিষয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কন্ডিশন আর সিমিং উইকেট।
তাহলে স্পিন শক্তির বাংলাদেশ কোন ভাগকেই শক্ত করে চূড়ান্ত দল ঘোষণা করবে? আর চূড়ান্ত দলে কোন বিষয়টা প্রাধান্য দেয়া উচিত? এ প্রশ্নে নির্বাচক থেকে সাবেক অধিনায়ক সবাই বেশ কৌশলী জবাব।
নির্বাচক হাবিবুল বাশার বলেন, 'অস্ট্রেলিয়ার আবহাওয়া আমাদের জন্য একটু বেশিই চ্যালেঞ্জিং। আমরা দল গঠনের সময় স্পিন এবং পেসের ভালো একটি কম্বিনেশন করবো।'
তবে এক বাক্যে সকলে স্বীকার করলেন ভাল করতে পারে বাংলাদেশ। সেজন্য ম্যাচ বাই ম্যাচ আগাতে হবে টাইগারদের। তবে, দ্রুতই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে কৌশল ঠিক করা উচিত বাংলাদেশ দলের।
প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, 'আমাদের কাজ পারফরমেন্সের ভিত্তিতে দল গড়া। কারো ব্যক্তিগত বিষয় এখানে প্রাধান্য পাবে না।'
অন্যদিকে, বর্তমান বাংলাদেশ দলের পেসার রুবেল ব্যক্তিগত একটা বিষয় নিয়ে বেশ আলোচিত। তাই প্রশ্ন উঠে, আসন্ন বিশ্বকাপে রুবেলের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে? খেলা, নাকি ব্যক্তিগত জীবন আলাদা থাকবে কি?ওয়েবসাইট।
12:37 AM
Share: