অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককের শিরোপা জিতেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস। রাশিয়ান তারকা মারিয়া শারাপোভাকে হারিয়ে তিনি এই শিরোপা জিতেন
শনিবার মেলবোর্নে ফাইনালে দ্বিতীয় শীর্ষ বাছাই শারাপোভাকে ৬-৩, ৭-৬ সেটে হারান আমেরিকার এই তারকা।
অস্ট্রেলিয়ান ওপেনে এটা সেরেনার ষষ্ঠ শিরোপা এবং ক্যারিয়ারের ১৯তম গ্র্যান্ড স্ল্যাম। এই জয়ের মাধ্যমে সাবেক টেনিস তারকা মার্টিনা নাদ্রাতিলোভা ও ক্রিস এভার্টের ১৮ টি গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ড ছাড়িয়ে গেলেন এ মার্কিন তারকা।
টেনিসের উন্মুক্ত যুগে তিনি এখন দ্বিতীয় সর্বোচ্চ গ্র্যান্ডস্ল্যাম জয়ী। সেরেনার সামনে আছেন শুধু স্টেফিগ্রাফ। ২২ শিরোপা জেতা স্টেফিকে অতিক্রম করতে আর মাত্র চারটি শিরোপা দরকার সেরেনার।
এর আগে সেমিফাইনালে সেরেনার প্রতিপক্ষ ছিলেন স্বদেশী ম্যাডিসন কেস।
আর শারাপোভার প্রতিপক্ষ ছিল তার স্বদেশী একতেরিনা মাকারোভা। তাকে ৬-৩ ও ৬-২ গেমে হারিয়ে ফাইনালে উঠেন শারাপোভা।সংগৃহীত
11:28 PM
Share: