অভিষেক ওয়ানডে ম্যাচে হ্যাট্রিক করে অনন্য কীর্তি করার পর এবার টাইগার স্পিনার তাইজুল ইসলামের চোখ বিশ্বকাপের মঞ্চে সুযোগ পেলে সেরা একাদশে নিজের নাম তোলা। পাশাপাশি, নিজের সেরাটা নিংড়ে দিয়ে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে, দেশের জন্য গৌরব বয়ে আনতে চান দেশের টাইগারদের রেকর্ড বয় তাইজুল ইসলাম। তবে, তাইজুলও মানছেন এই পথে তার বাধা হতে পারে অস্ট্রেলিয়ার উইকেট।
সদ্যই শেষ হওয়া হোম সিরিজে তাইজুলের স্পিন ভেলকিতে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা পড়েছিলেন গোলকধাধায়। তবে, দেশের এই রকম উইকেট আর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের উইকেটের পার্থক্য মুদ্রোর এপিট-ওপিঠ। সাংবাদিকতার সূত্রগুলো যদি প্রতারণা না করে। তবে, বিশ্বকাপের বাংলাদেশের চূড়ান্ত দলে জায়গা পেতে যাওয়া তাইজুলের সামনে কঠিন চ্যালেঞ্জ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের উইকেট।
তাইজুলও বললেন একই কথা। জানালেন টুর্নামেন্টটা কঠিন, আর বোলিং করলেও টেকনিক করে ভেরিয়েশনের মাধ্যমে জায়গায় বল করতে হবে'।
অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাথে অস্ট্রেলিয়া উইকেট তো প্রতিপক্ষের আগে বড় ভাবনা তাইজুলের। গত সপ্তায় ওয়ানডে ক্রিকেটের ৩৫তম, বাংলাদেশের ৪র্থ আর ৪৩ বছরের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে অভিষেক ম্যাচেই হ্যাট্রিকের বিরল রেকর্ড গড়া তাইজুলের ভাবনায় স্বপ্নিল বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নেয়া। কারণ, তাইজুলেও ভাল করে জানা আছে, অজি কন্ডিশনে সর্ব্বোচ্চ দু'জন স্পিনার সুযোগ পাবে টাইগারদের দলে।
দলে থাকতে পারলে ভালো লাগবে বলে জানালেন তাইজুল। বললেন, দলে থাকতে পারলে নিজের পাশাপাশি ভালো লাগবে পরিবারের এবং নাটোরবাসীর'।
তবে, কখনই অস্ট্রেলিয়ার উইকেট খেলার অভিজ্ঞতা না থাকা তাইজুল, তার আদর্শ সাকিব আল হাসানের টিপস কাজে লাগিয়ে নিজের স্পিনের বিস্ফোরণের রঙ্গিন করে তুলতে চান বিশ্বকাপের মঞ্চকে।ওয়েবসাইট।
8:31 AM
Share: