২০১৪ সালের সেরা খেলোয়াড়ের খেতাব, ব্যালন ডি'অরের শিরোপা দৌড়ে ম্যানুয়েল ন্যূয়ারের চেয়ে মেসি ও রোনালদো এগিয়ে আছেন বলে মনে করেন ফরাসি ক্লাব মপেলিয়ে কোচ রোল্যান্ড কোরবিস।
তার মতে, সমর্থকরা যতোটা না মেসি, রোনালদোকে জানে, ন্যূয়ারকে তার ছিটে ফোঁটাও চেনে না ফুটবল বিশ্ব। তাই ব্যলন ডি'অর খেতাব অবশ্যই মেসি বা রোনালদোরই পাওয়া উচিত বলেও মনে করেন তিনি। এমনকি ৩০ বছরের মধ্যে কোনো ফুটবলপ্রেমীই এটা মনে করে না যে, ন্যূয়ার এই খেতাব অর্জনে বার্সেলোনা তারকা মেসি ও রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার রোনালদোর চেয়ে বেশি যোগ্য, এমনই দাবি কোরবিসের।
উল্লেখ্য, আগামী বছরের ১২ জানুয়ারি ২০১৪ সালের সেরা ফুটবলারের নাম ঘোষণা করা হবে।ওয়েবসাইট।
9:34 AM
Share: