বাংলাদেশের ক্রিকেটে অনেক অফ স্পিনার আসলেও বিশেষজ্ঞ লেগ স্পিনার পাওয়াই যায়নি বললেই চলে। তবে, সেটা মিলেছে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে। নাম জুবায়ের হোসেন লিখন। জাতীয় দলে টেস্ট ও ওয়ানডেতে দ্রুতই অভিষেকের পর, এবার দেশের একমাত্র লেগ স্পিনার জুবায়ের লিখনের স্বপ্ন বাংলাদেশের বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা করে নেয়া। আর সেই মঞ্চে লিখনের স্বপ্ন দেশের জন্য স্মরণীয় কিছু করা।
ক্রিকেটের প্রেমে পড়া পর শুরুতেই ওপেনার ব্যাটসম্যান হতে চেয়েছিলেন জুবায়ের লিখন। কিন্তু, পরে বড় ভাইয়ের পরামর্শে লেগ স্পিনে মনোনিবেশ করেন। এরপর, বয়স ভিত্তিক ক্রিকেটের স্পিন ভেলকি দেখানোর পরপরই আসে মাহেন্দ্রক্ষণ। দেশে যেহেতু বিশেষজ্ঞ লেগ স্পিনার নেই। তাই, খুব দ্রুতই স্পট লাইটে আসেন তিনি। মাত্র ১৯ বছর বয়সে জাতীয় দলের হয়ে অভিষেক হয় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডেতে।
এই লিগের প্রধান বোলিং অস্ত্র গুগলি। যে গুগলি'র চমকে লিখনের ২ ওয়ানডে ক্যারিয়ারে ঝলসে গেছেন জিম্বাবুয়ের ৪ ব্যাটসম্যান। রঙ্গিন পোশাকের মঞ্চে বুদ্ধিদীপ্ত এমন গুগলি মুগ্ধ করেছে ক্রিকেট বিশ্লেষকদের। তবে, এই বিশেষত্বের সাথে আছে কিছু দুর্বলতাও।
লিখনের স্বপ্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা করে নেয়া। কিন্তু, অস্ট্রেলিয়ার কন্ডিশনে টাইগার দলে জায়গা হবে দুই জন বিশেষজ্ঞ স্পিনারের। যেখানে রেকর্ড বয় স্পিনার তাইজুল, আরাফাত সানি কিংবা অভিজ্ঞ আব্দুর রাজ্জাকের মতো অভিজ্ঞদের সাথে লড়তে হবে লিখনকে। ২০১২ সালে যুবা বিশ্বকাপে ইনজুরির অভিশাপে অজিদের মাটিতে বল না ঘোরানোর আক্ষেপটা, এবারের বিশ্বমঞ্চে তার পূর্ণতা দিতে চান জামালপুরের এই ক্রিকেটার।
সেই স্বপ্ন পূরণ হলে অস্ট্রেলিয়ার লেগ স্পিন কিংবদন্তি শেন ওর্য়ানের কাছে দীক্ষা নেয়া ইচ্ছে আছে লিখনের।ওয়েবসাইট।
8:56 AM
Share: