অস্ট্রেলিয়া- নিউজিল্যান্ডে অনুষ্ঠেয়, আসন্ন ২০১৫ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। চূড়ান্ত দল ঘোষণা করা হবে জানুয়ারিতে।
বিশ্বকাপে প্রোটিয়া দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন এবি ডি ভিলিয়ার্স। সহ- অধিনায়ক হিসেবে থাকবেন অভিজ্ঞ ব্যাটসম্যান হাশিম আমলা। এছাড়াও হাঁটুর ইনজুরি সাথে লড়তে থাকা জেপি ডুমিনিকেও রাখা হয়েছে প্রাথমিক স্কোয়াডে। ঘরোয়া লিগে অসাধারণ পারফরমেন্সের সুবাদে প্রাথমিক দলে ডাক পেয়েছেন পেসার মাথোকোজিসি ও এন্ড্রু প্যাটিক।এ ছাড়াও, অনূর্ধ্ব- ১৯ দলের সফল পেসার কাগিসো বারদাও রয়েছেন প্রাথমিক দলে।
প্রোটিয়া দলের অন্যান্য সদস্যদের মধ্যে আছেন কাইল অ্যাবট, ডি কক, ডু প্লেসিস, ইমরান তাহির, ডিন এলগার, রায়ান ম্যাকলারেন, ডেভিড মিলার, মরনে মরকেল, ক্রিস মরিস, জাস্টিন অনটং, পার্নেল, রবিন পিটারসন, অ্যারন, ফিলান্ডার, ডেল স্টেইনসহ অন্যান্যরা।ওয়েবসাইট।
8:27 AM
Share: