ফিল হিউজের মৃত্যুতে শোকাহত পুরো ক্রিকেট দুনিয়া। যে কারণে, ৩ ডিসেম্বর থেকে ব্রিসবেনে শুরু হতে যাওয়া চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্থগতি করা হয়েছে। কবে প্রথম টেস্ট মাঠে গড়াবে, এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নিবে ক্রিকেট অস্ট্রেলিয়া। কারণ, ঐ দিনই দুপুরে নিউ সাউথ ওয়েলসের ম্যাকসভিল হাইস্কুলের ক্রীড়া মিলায়তনে প্রায়ত ফিল হিউজের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।
যে ক্রিকেট ক্যানভাসকে ঘিরে জীবনের সব স্বপ্নই ছিলো রঙ্গীন। সেই স্বপ্নের ক্যানভাসের ক্রিকেট দেবতার ঈর্ষায় যেন, রক্তাক্ত হয়ে ফিল চলে গেছেন না ফেরার দেশে। অমিত প্রতিভার এই ক্রিকেটারের হঠাৎই এমন প্রস্থান, যেন সতীর্থদের কাছে বীনা মেঘে বজ্র্যপাতের মতোই। তাই ফিলের মৃত্যুর ক'দিন পার হলেও, কান্না যেন থামছেই না। মন যেন মানছেই না।
মাইকেল ক্লার্ক বলেন, 'এই অনুভুতি ব্যক্ত করতে পারবোনা। অস্ট্রেলিয়ার ড্রেসিং রুম কখনই আগের মত হবে না। আমরা সবসময় তাকে মিস করবো। মিস করবো তার চীর সজীব উজ্জ্বল চোখগুলো। তাঁর প্রতিদিন আরো ভালো করার চেষ্টা, আমাদের সবসময় অনুপ্রেরনা দেবে।'
শুধু অধিনায়ক ক্লার্কই নন। এখনও নীরবে কাঁদছে অস্ট্রেলিয়ার ক্রিকেটের মাটি, খাস, গ্যালারী আর তার প্রিয় মাঠ। ফিলের অকাল মৃত্যুর খবরে ক্রিকেট বিশ্ব যেমন থমকে ছিলো। ঠিক তেমনি শোকে এখনও পাথর হয়ে আছে ক্রিকেট অস্ট্রেলিয়াও। তাই তো, ৩ ডিসেম্বর থেকে ভারতে বিপক্ষে ব্রিসবেনে শুরু হতে যাওয়া চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট স্থগিত করা হয়েছে।
কাড বলেন, 'ফিলিপের অন্ত্যেষ্টিক্রিয়ার পরদিন খেলোয়াড়রা টেস্ট খেলতে প্রস্তুত! এটা আমরা আশা করি না আর করাও উচিত নয়। ফিলের অন্ত্যেষ্টিক্রিয়া অধিক গুরুত্বপূর্ণ। আমরা সবাই শোকাহত। এ অবস্থায় পাঁচ দিনের টেস্ট ম্যাচ খেলার প্রশ্নই আসে না। আর এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের সমর্থনের প্রশংসা করছি।'
শেফিল্ড শিল্ডের ঐ ম্যাচে মৃত্যুর আগ মুহুর্তে ব্যাট হাতে ৬৩ রানে অপরাজিত ছিলেন ফিলিপ। আর কাকতালীয় ভাবে তার পরের সংখ্যা অথাৎ ৬৪ নম্বর জার্সি পরতেন ফিল অজিদের ওয়ানডের মঞ্চে। ফিলিপের সন্মানে তাই জার্সিটা তুলে রাখবে ক্রিকেট অস্ট্রেলিয়া।ওয়েবসাইট।
8:37 PM
Share: