মিরপুরে বাংলাদেশ-জিম্বাবুয়ে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ৪-০ তে এগিয়ে গেল স্বাগতিক বাংলাদেশ। টাইগাররা সফরকারী জিম্বাবুয়েকে চতুর্থ ম্যাচে ২৩৫ রানে থামিয়ে দিয়ে ২১ রানের জয় পেয়েছে। এখন অপেক্ষা পঞ্চম ও শেষ ম্যাচ জিতে টেস্টের পর ওয়ানডেতেও জিম্বাবুয়েকে ধবলধোলাইয়ের।
এর আগে, সিরিজের চতুর্থ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আগেই সিরিজ জয় করে মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজে ৩-০তে এগিয়ে থেকে মাঠে নামে টাইগাররা।
নিজেদের প্রথম ইনিংসে মাহামুদুল্লাহর অপরাজিত ৮২ রান আর মুশফিকের ৭৭ রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে টাইগাররা ৮ উইকেট হারিয়ে করে ২৫৬ রান। শেষ দিকে টাইগার দলপতি মাশরাফি ব্যাটে ঝড় তুলে করেন ৩৯ রান।
এরপর পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ওয়ানডেতে জয়ের লক্ষ্যে ফিল্ডিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ। জিম্বাবুয়ের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন ভুসি সিবান্দা এবং হ্যামিলটন মাসাকাদজা। ১১তম ওভারের প্রথম বলে সিবান্দাকে এলবি’র ফাঁদে ফেলেন সাকিব। কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লে’র ১০ ওভারে সফরকারীরা তুলেছিল ৪৮ রান। পরের ওভারের প্রথম বলে সিবান্দা আউট হওয়ার আগে করেন ১৭ রান। এরপর আরেক ওপেনার মাসাকাদজাকে বোল্ড করে সাজঘরের পথ ধরতে বাধ্য করেন সাকিব। বিদায় নেওয়ার আগে মাসাকাদজা করেন ২৮ রান। দলীয় ৫১ রানে দুই উইকেট হারানোর পর জিম্বাবুয়ের ব্যাটিং হাল ধরতে মাঠে আসেন ব্রেন্ডন টেইলর এবং টিমসেন মারুমা। কিন্তু ১৭তম ওভারে জুবায়ের অভিষেক ম্যাচে খেলতে নেমে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান মারুমাকে।
জিম্বাবুয়ের দুই সেট ব্যাটসম্যানকে ফিরিয়ে বাংলাদেশি বোলাররা ম্যাচের নিয়ন্ত্রণ নেন। ৩৩.৫ ওভারে ৫২ রান করা সলোমোন মিরেকে মাহমুদুল্লাহর ক্যাচে পরিণত করেন জুবায়ের হোসেন। আর পরের ওভারে ৬৩ রান করা টেইলরকে মুশফিকের ক্যাচে আউট করেন রুবেল হোসেন। দলীয় ৬০ রানে তিন উইকেট পড়লেও চতুর্থ উইকেট জুটিতে ব্র্যান্ডন টেইলরের সঙ্গে ১০৬ রানের বিশাল পার্টনারশিপ গড়েন মিরে।
স্বাগতিক দলপতি মাশরাফির একটি বল তুলে মারতে গিয়ে আবুল হাসানের তালুবন্দি হয়ে সাজঘরের পথ ধরেন জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা। এরপর চাকাভাকে জুবায়েরের হাতে ধরা দিতে বাধ্য করেন রুবেল। চাকাভা আউট হওয়ার আগে করেন ২৬ রান। পরের ওভারে সাকিবের বোলে রান আউট হন পিটার মুর।নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান করতেই থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস।ওয়েবসাইট।
8:26 AM
Share: