টানা দুই ম্যাচ জিতে দর্শকদের দারুণ আগ্রহ বেড়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচকে ঘিরে। তবে, স্বাদ থাকলেও, তা পূরণ হচ্ছে না অনেকেরই। কারণ, টিকিটের স্বল্পতার সাথে কালো বাজারীদের আধিপত্য। সব মিলিয়ে তৃতীয় ওয়ানডের একটি টিকিট যেন হয়ে উঠেছে সোনার হরিণ।
সময় টেলিভিশনের ক্যামেরা দেখে এক কালোবাজারি নারী দৌড়ে পালান ইউসিবির ব্যাংকের মিরপুর শাখার সামনে থেকে। শুধু তাই না লাইনের দাঁড়ানো নারীদের চেহারা দেখলেই সহজেই অনুমেয় হয় তারা খেলা দেখতে নয় কালোবাজারিদের সহায়তায় এসেছেন।
এখানেই শেষ না। আছে ছোট ছোট শিশুরাও। যারা কেবল ৫০ থেকে ১০০ টাকার বিনিময়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাড়িয়ে জড়িয়ে পরছে কালোবাজারিদের সাথে।
তবে, কালোবাজারির প্রশ্ন উড়িয়ে দিলো পুলিশ। দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানলেন, ব্লাকার ধরা পড়লেই তাকে ধরে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে'।এদিকে, এবার একজনকে একটি মাত্র টিকিট দেয়ার কারণে কেউ কেউ পড়ছেন ভোগান্তিতে। আবার কালোবাজারির কারণে অনেকেই দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়ে থেকেও পাচ্ছেন না তাদের কাঙ্ক্ষিত টিকিট। তবে, এ ব্যাপারে
ইউসিবি কর্মকর্তারা জানালেন নিজেদের বাধ্যবাধকতার কথা। মিরপুর শাখার ইউসিবি ব্যাংকের কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, 'দর্শকের চাহিদানুযায়ী টিকিটের পরিমাণ খুবই কম, তাই আমরা হিমশিম খাচ্ছি'।তবে, সব বাধা ডিঙ্গিয়ে স্বপ্নের টিকিট যারা পেয়েছেন, তাদের উচ্ছ্বাসের মাঝেও আছে হতাশা।ওয়েবসাইট।
9:15 AM
Share: