হাতে আছে পাঁচ ম্যাচ। এর একটিতে জয় পেলেই লা লিগার শিরোপা জয় করবে স্প্যানিস জায়ান্ট ফুটবল ক্লাব বার্সেলোনা।
সমীকরণটা এভাবেই গড়েছে গত রাতে রিয়াল সোসিয়েদাদের মাঠে ৩-০ গোলে আটলেতিকো মাদ্রিদের হারের পর। ৩৩টি ম্যাচ খেলে আটলেটিকোর পয়েন্ট ৭১, আছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে ১২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।
আগামী ২৯ এপ্রিল দেপোর্তিভো লা করুনার মাঠে অতিথি হয়ে খেলতে নামবে কাতালানরা। এই ম্যাচটি ছাড়া আরও চারটি ম্যাচ রয়েছে তাদের খেলার তালিকায়। এর মধ্যে যে কোনো একটি জয় পেলেই শিরোপা ঘরে উঠবে মেসির বার্সায়। আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা সেই উৎসবে ভাসতে কালকের ম্যাচেই জয় পেতে চাইবে।
গত রাতের ম্যাচের ২৭ মিনিটে অ্যাটলেটিকোর জালে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড উইলিয়ান জোসের গোলে এগিয়ে যায় সোসিয়েদাদ। ৮০ মিনিটে হুয়ানমি ব্যবধান দ্বিগুণ করেন। আর যোগ করা সময়ে হুয়ানমির দ্বিতীয় গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সোসিয়েদাদ।
11:46 PM
Share: